ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিশ্ব বিখ্যাত টেকনোলজি কোম্পানিগুলো ভারতের নতুন ইনফরমেশন টেকনোলজি রুল (IT Rule) কে মান্যতা দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আরও এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Twitter সেটা করেনি। আর এবার টুইটারের কাছ থেকে পাওয়া গেল জবাব। আরও সময় চাইছে তারা।
নতুন আইটি রুল মানতে আরও সময় চায় টুইটারের
ইতিমধ্যে নতুন আইটি রুল মানার জন্য টুইটারকে গভর্মেন্টের তরফ থেকে ফাইনাল নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই নোটিশে বলেও দেওয়া হয়েছিল যে সেটাই শেষ নোটিশ। তারপরেও ওয়ার্নিং দিতে ছাড়েনি ভারত সরকার।
এবার ইতিমধ্যে টুইটার জানিয়েছে যে তারা এই আইটি রুলের সাথে কমপ্লাই করার জন্য সমস্ত রকম উদ্যোগ নিয়ে চলেছে। তারা বলতেও ভোলেনি এই বিষয়ে যাবতীয় উন্নতি তারা শেয়ার করেছে ইতিমধ্যেই ভারত সরকারের সাথে। তবে এখনই তারা এই নিয়মকে মান্যতা দিতে পারছেন না। সিদ্ধান্তে উপনীত হতে তাদের লাগবে আরও সময়। এই দেরির কারণ হিসেবে দেখানো হয়েছে এই Covid19 পান্ডামিক সিচুয়েশনকে।
Twitter জানাতে ভোলেনি যে তাদের অলরেডি একজন গ্রিভেন্স অফিসার রয়েছেন। কিন্তু সমস্যাটা হল তিনি ইউনাইটেড স্টেটস এর সিটিজেন। আর নতুন আইটি রুল অনুযায়ী ভারতীয় নাগরিককে এই গ্রিভেন্স অফিসার পদে রাখতে হবে।
জেনেনিন : iPadOS 15 এ কোন কোন গুরুত্বপূর্ণ ফিচারস পেতে চলেছি আমরা? এখুনি জেনেনিন
এই বিষয়ে বেশ কিছুদিন ধরেই ভারত সরকারের সাথে টুইটারের এই চাপানউতোর চলছে। ইতিমধ্যে ভারতে প্রায় 50 লক্ষের উপর টুইটার ইউজার রয়েছেন। এমতাবস্থায় টুইটার ব্যান হয়ে যেতে পারে এমনও শুনেছি আমরা।
প্রসঙ্গত উল্লেখ্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট এর এক টুইট রিমুভ করার জন্য নাইজেরিয়াতে ব্যান করে দেওয়া টুইটারকে মাত্র কয়েকদিন আগেই। তারপর সেখানে টুইটারের ভারতীয় অল্টারনেটিভ অ্যাপ্লিকেশনকে Koo কে লঞ্চ করে দেওয়া হয় এই সুযোগের সদব্যবহার করে। এবার ভারতেও টুইটার ব্যান হবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে এবার ভারত সরকার কি উদ্যোগ নেন সেটাও লক্ষণীয়।