চিনে IQOO Z3 লঞ্চ হয়ে গিয়েছিল আগেই। এবার আজই ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল IQOO Z3 5G স্মার্টফোনটি। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস, দাম, সেল ডেট ও অফার সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে!
IQOO Z3 5G স্পেসিফিকেশন্স
IQOO Z3 স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.58 ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যার মধ্যে রিফ্রেশ রেট পাবেন 120Hz এর। পাবেন 180Hz এর টাচ স্যাম্পলিং রেট। রিফ্রেশ রেট কে আপনি 60Hz, 90Hz এবং 120Hz এর মধ্যে সেট করতে পারবেন। তার সাথে স্মার্ট সুইচ (Smart Switch) অপশনটিও ব্যবহার করতে পারবেন। যেটা আপনি যে ধরনের কনটেন্ট ব্যবহার করছেন সেই অনুযায়ী রিফ্রেশ রেট চেঞ্জ করবে অটোমেটিক্যালি।
এর মধ্যে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 768G প্রসেসর। আর অবশ্যই এটি 5G ফাইভ জি সাপোর্টেড। পেয়ে যাবেন ম্যাক্সিমাম 8 GB LPDDR4X RAM এবং 256 GB UFS2.2 স্টোরেজ। স্মার্টফোনটির রয়েছে 4400mAh এর ব্যাটারি। এবং এই ব্যাটারীতে চার্জ করার জন্য 55W এর ফাস্ট চার্জিং। রয়েছে USB Type C পোর্ট।
জেনেনিন : লঞ্চ হয়ে গেল POCO M3 Pro 5G, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট
ক্যামেরা কথা বলতে গেলে এই স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর আছে। সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটি কালার অপশন পাবেন এই স্মার্টফোনের- Cyber Blue এবং Ace Black।
স্মার্টফোনটির দাম
আপনি কিনতে পারবেন অ্যামাজন ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 19,990 টাকা, 8GB-128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 20,990 টাকা। 8GB-256GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 22,990 টাকা।
এছাড়াও লঞ্চ অফার হিসাবে আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে তাহলে আপনি 1,500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। অ্যামাজন কুপনের মাধ্যমে 1000 টাকার অফ পেয়ে যাবেন। থাকবে No Cost EMI এর সুবিধাও।