POCO M3 স্মার্টফোনটা নিয়ে আমাদের আর বিস্তারিত কিছু পরিচয় দেওয়া নেই। লঞ্চের মাত্র 45 দিনের মধ্যে শুধুমাত্র ভারতবর্ষেই 5,00,000 ইউনিট বিক্রি হয়ে সকলকে চমকে দিয়েছিল এই ডিভাইস। আজকে এই স্মার্টফোনটিকেই মাত্র বিশদ টাকা দিয়ে কিনে নিতে পারবেন আপনি।
POCO M3 স্পেসিফিকেশন্স
POCO M3 স্মার্টফোনটি 6GB RAM এর সাথে পাবেন তার। সাথে থাকছে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট- 64GB এবং 128GB। রয়েছে 16.58 সেন্টিমিটারের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। পেয়ে যাবেন 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি। প্রসেসর হিসাবে থাকছে Qualcomm Snapdragon 662 ।
ক্যামেরার কথা বলতে গেলে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ। তারই সাথে থাকছে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। পেয়ে যাবেন LPDDR4X RAM এবং তার সাথে UFS 2.1 এবং UFS 2.2 স্টোরেজ। পেয়ে যাবেন ডুয়েল ডুয়াল স্টিরিও স্পিকার্স। তার সাথে বক্সের মধ্যে পেয়ে যাবেন 18W এর ফাস্ট চার্জিং।
থাকছে IR Blaster, USB Type C এবং সারপ্রাইজিংলি এর মধ্যে আপনি রিভার্স ওয়ারড চার্জিং (Reverse Wired Charging) এর সুবিধা পেয়ে যাবেন। ডিসপ্লে যে পেয়ে যাবেন Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন।
কিভাবে POCO M3 স্মার্টফোন এত কম দামে আপনি কিনতে পারবেন?
মাত্র 649 টাকায় স্মার্টফোনটিকে কেনার জন্য এখন একটি অফার চলছে। সেই অফারের সাহায্যে আপনার কাছে যদি পুরনো স্মার্টফোন থাকে তাহলে সেটিকে এক্সচেঞ্জ করতে পারবেন। এক্সচেঞ্জ করে আপনি পেয়ে যাবেন হিউজ ডিসকাউন্ট।
জেনেনিন : আবার নতুন সমস্যা, ব্যান হয়ে যেতে পারে Battlegrounds Mobile India?
64GB ভেরিয়েন্ট এর জন্য বর্তমান দাম রয়েছে 10,449 টাকা এবং 128GB ভ্যারিয়েন্ট এর জন্য বর্তমান দাম রয়েছে 11,999 টাকা।64GB এর ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যাবেন 9,850 টাকা পর্যন্ত অফ। আর 128GB-র ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যাবেন 11,200 টাকার হিউজ অফ।
অর্থাৎ এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে POCO M3 এর 64 GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 649 টাকায়। আর 128 GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 799 টাকায়। নিঃসন্দেহে, এটি একটি দারুন অফার। আপনি যদি এই ফোনটিকে কেনার কথা ভাবছিলেন তাহলে এই অফারটা কে কাজে লাগাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই এটা লিমিটেড টাইম অফার।