বিশ্রামে ইন্টারনেট! সারা পৃথিবী জুড়েই ডাউন নামিদামি ওয়েবসাইট, জেনেনিন কারণ

amazon guardian new york times and more reputed websites are down in a global internet outage

একের পর এক গ্লোবাল আউটেজে সারা পৃথিবী জুড়েই যেন বিশ্রামে চলে গেছে ইন্টারনেট। নামিদামি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে গেছে ডাউন।  

সারা পৃথিবী জুড়েই বিশ্ব বিখ্যাত কিছু ওয়েবসাইট ডাউন

সমস্যার সূত্রপাত হয়েছে আজ সকাল থেকেই। সারা পৃথিবী জুড়ে হঠাৎ করে নামিদামি অনেক ওয়েবসাইট ডাউন হয়ে যায়। তার মধ্যে যেমন amazon.com রয়েছে। তেমনই বিশ্ব বিখ্যাত কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও রয়েছে। ডাউন হয়ে গিয়েছিল Twitch ও Reddit এর মতো প্লাটফর্ম।

সাথে ডাউন হয়েছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইও (Spotify)। বিশ্ব বিখ্যাত নিউজ ওয়েবসাইটও এই আউটেজ থেকে বাদ যায়নি। অনেক নিউজ ওয়েবসাইটও হয়ে গেছে ডাউন। তার মধ্যে রয়েছে The Finalcial Times, The New York Times, The Guardian, CNN এর মত ওয়েবসাইট গুলোও। 

ডাউন হয়ে গিয়েছিল ভারতীয় ইউজারদের জন্য Quora প্ল্যাটফর্মও। এছাড়াও PayPal এর মতো পেমেন্ট প্ল্যাটফর্ম। Vimeo এর মত ভিডিও প্ল্যাটফর্ম, Shopify এর মতো বিশ্ব বিখ্যাত শপিং প্লাটফর্মও বাদ যায়নি এই আউটেজ থেকে। 

আর সমস্ত কিছু দেখে সত্যিই মনে হচ্ছে সারা পৃথিবী জুড়ে ইন্টারনেট যেন ডাউন হয়ে গেছে। সাময়িকভাবে যেন বিশ্রাম নিচ্ছে পৃথিবী বিস্তৃত এই বন্ধন। তবে এই সমস্যা কাটিয়ে ওঠা গেছে এখন। 

কেন ঘটেছিল এই সমস্যা?

সমস্যা খুঁজে বের করেছেন The Guardian এর টেকনোলজি করেসপন্ডেন্ট Alex Hern। তিনি এই বিষয়ের কারণ বর্ণনা করে তার টুইটার অ্যাকাউন্টে বিস্তারিত পোস্ট করেছেন। 

জেনেনিন : YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে, অবশ্যই জেনেনিন অসাধারণ ইউটিউব সেটিংস

তিনি খুঁজে বের করেছেন এর প্রকৃত কারণ। দেখা গেছে এই সমস্ত কিছুর মূলে রয়েছে Fastly নামে একটি টেকনোলজি কোম্পানি। এটা বেসিক্যালি একটি ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার। যারা এই সমস্ত বিশ্ব বিখ্যাত ওয়েবসাইট গুলোর স্পিড এবং পারফরম্যান্স বুষ্টিং এর কাজে নিযুক্ত ছিল। সমস্যা হয়েছিল তাদেরই।

তারি সাথে Fastly নিযুক্ত রয়েছে এই সমস্ত কোম্পানিগুলোকে অ্যাটাক থেকে বাঁচাতে। আর এই সমস্ত ওয়েব সাইট গুলিতে যে অগুনতি ট্রাফিক আসে সেগুলো কে সঠিকভাবে মেনটেইন করতেও সাহায্য করে ফাস্টলি। Fastly জানিয়েছে তাদের সমস্যা দ্রুত সমাধান বার করে নিয়েছে তারা। এখন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। আর তারা জানাতে ভোলেননি যে এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।