লঞ্চ হয়ে গেল Realme Book Enhanced Edition, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

ইতিমধ্যেই আমরা Realme Book Slim ল্যাপটপ ব্যাপক ভাবে উপভোগ করে এসেছি। সম্প্রতি এবার Realme সংস্থা চীনে লঞ্চ করে দিল নতুন Realme Book Enhanced Edition ল্যাপটপ। চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু।

Realme Book Enhanced Edition স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই ল্যাপটপের মধ্যে ইনক্লুড থাকছে 14-Inch 2K Full Vision Display। একই সাথে রয়েছে 400 Nits Brightness এবং 3:2 Aspect Ratio ফিচার্স। এটি 10nm SuperFin Fabrication Process সহ 11th Generation Intel Core i5-11320H Processor দ্বারা পরিচালিত হবে। এছাড়াও থাকছে Windows 11 লেটেস্ট আপডেট।

স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 16GB LPDDR4x Dual-Channel RAM এবং 512GB Fast PCIe SSD স্টোরেজ। তারই সাথে থাকছে Integrated Intel Sharp Torch Xe Graphics Card এবং TDP CPU। একই সঙ্গে রয়েছে ডুয়াল কুলিং ফ্যান। যা আগের  ল্যাপটপের থেকে 32.7% ভালো কুলিং সিস্টেম অফার করে।

জেনেনিন : BSNL দিচ্ছে তাদের এই লং টার্ম প্রিপেইড প্ল্যানে 90 দিনের অ্যাডিশনাল বেনিফিট, জেনেনিন বিস্তারিত, মিস করবেন না

এখানেই শেষ নয় পেয়ে যাবেন 54Whr ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জার। যা মাত্র 30 মিনিটে 50% চার্জ প্রদান করে। আরও পাওয়া যাবে Gen 2, USB-A 3.1 Gen 1, Thunderbolt 4, USB-C 3.2, Type-C পোর্ট, Backlit Keyboard এবং 3.5mm Headphone Jack। ল্যাপটপটি 14.9 mm পাতলা এবং ওজন 1.47 কিলোগ্রাম।

দাম কত রাখা হয়েছে?

RealmeBook Enhanced Edition দাম নির্ধারণ করা হয়েছে CNY 4,999 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 58,500 টাকা মতো। ইন্ডিয়ান মার্কেটে ল্যাপটপের উপলব্ধতা নিয়ে এখনই বলা সম্ভব নয়। কেমন লাগলো আপনার এই নতুন ল্যাপটপ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।