অফিশিয়াল লঞ্চের আগেই কনফর্ম করে দেওয়া হল OnePlus 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এখনই দেখেনিন বিস্তারিত

সম্প্রতি এবার OnePlus ব্র্যান্ড চীনে লঞ্চ করতে চলেছে OnePlus 10 Pro স্মার্টফোন। ইতিমধ্যে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা Pete Lau টুইটের মাধ্যমে বিষয়টি কনফর্ম করেছেন। এছাড়াও স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন্স এবং লঞ্চ ডেট TENAA ওয়েবসাইটে ফাঁস হয়েছে। 

OnePlus 10 Pro স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

জানা যাচ্ছে এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 6.7-Inch 2K AMOLED LTPO 2.0 Panel। একই সাথে রয়েছে 120Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Qualcomm Snapdragon 8 Gen1 Chipset। স্টোরেজ হিসাবে ইনক্লুড রয়েছে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ।

ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই ডিভাইসটিতে থাকছে 48MP Primary Sensor, 50MP Secondary Lens এবং 8MP Third Lens বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সিস্টেম। তারই সাথে রয়েছে 32MP সেলফি ক্যামেরা। স্মার্টফোনটি Android 12-OxygenOS 12 এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। যদিও চীনে এটি ColorOS 12 দ্বারা চালিত হবে। 

জেনেনিন : Red Velvet Cake নাকি মঙ্গল গ্রহের ছবি? European Space Agency-র শেয়ার করা ছবিতে হতবাক গোটা বিশ্ব, জেনেনিন আসল ব্যাপার

এখানেই শেষ নয় পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি। আরও রয়েছে 80W SuperVOOC Wired Charger এবং 50W AirVOOC Wireless Charger এবং রিভার্স চার্জিং ফিচার্স। এছাড়াও Bluetooth 5.2, NFC, VoLTE, VoWiFi, X-Axis Linear Motor এবং 5G কানেক্টিভিটি সুবিধা পাওয়া যাবে। একই সাথে In-Display Fingerprint Sensor তো থাকছেই। স্মার্টফোটির পরিমাপ 163 × 73.9 × 8.55mm। 

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি লঞ্চ হতে আর খুব বেশী দেরী নেই। ডিভাইসটি আগামী 11 ই জানুয়ারি চীনে লঞ্চ হবে। স্মার্টফোনের সঠিক দাম লঞ্চের পরই জানা যাবে।কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন্স? 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!