অল্প দামে ভালো স্মার্টওয়াচ ও ইয়ার বাডস প্রয়োজন? লঞ্চ হয়ে গেল Dizo Watch R এবং Dizo Buds Z Pro, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

সম্প্রতি Realme-র সাব-ব্র্যান্ড Dizo সংস্থা ভারতের বাজারে লঞ্চ করে দিল দুটি অসাধারণ প্রোডাক্ট। যার প্রথমটি হল Dizo Watch R এবং দ্বিতীয়টি হল Dizo Buds Z Pro। চলুন দেরী না করে এক নজরে স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট সম্বন্ধে জেনে নেওয়া যাক। জেনে নেব এর আরও কিছু খুঁটিনাটি বিষয়ে। 

Dizo Watch R স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 1.3-Inch AMOLED Touch Display। একই সাথে থাকছে 540 Nits Brightness সুবিধা। এছাড়াও পাওয়া যাবে 150 টিরও বেশি Dynamic Watch Faces। সাথে থাকছে Bluetooth 5.0 ফিচার্স। এটি Dizo App 2.0 সাহায্যে পরিচালনা করা যাবে। 

স্মার্টওয়াচটির মধ্যে ইনক্লুড সিস্টেম গুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনার ডিভাইসটিকে কমপক্ষে Android 5.0+ হতে হবে। এরই পাশাপাশি এর মধ্যে যুক্ত থাকছে 110 টিরও বেশি Sports Modes। একই সাথে মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল এর মতো অসাধারণ সুবিধা তো থাকছেই।

এছাড়াও পাওয়া যাবে Blood Oxygen Measurement, Heart Rate Sensor, GPS, Breath Training, Sleep Detection, Calories, Distance Covered, Idle Alerts, Activity Records এবং Menstrual Cycle Tracker সহ প্রভৃতি অত্যাধুনিক ও গুরুত্বপূর্ণ ফিচার্স। 

জেনেনিন : BSNL দিচ্ছে তাদের এই লং টার্ম প্রিপেইড প্ল্যানে 90 দিনের অ্যাডিশনাল বেনিফিট, জেনেনিন বিস্তারিত, মিস করবেন না

এখানেই শেষ নয় রয়েছে 280mAh ব্যাটারি। যা সিঙ্গেল চার্জে 12 দিনের ব্যাটারি লাইফ এবং 60 দিনের Stand-By ব্যাটারি পারফরম্যান্স দেয়। এটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 2 ঘন্টা। এছাড়াও থাকছে 5 ATM Waterproof সিস্টেম।

Dizo Buds Z Pro স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এর মধ্যে উপস্থিত থাকছে 10mm Bass Boost Driver। একই সঙ্গে রয়েছে দুটি মাইক্রোফোন। এছাড়াও পাওয়া যাবে ANC সুবিধা। যা 25db পর্যন্ত শব্দ কমাতে সাহায্য করবে। তারই সাথে Bluetooth 5.0,  Voice Assistant, AAC Audio Codec এবং Touch কন্ট্রোল ফিচার্স তো থাকছেই।

এছাড়াও ইনক্লুড রয়েছে ENC Algorithm। যা ভয়েস কলের সময় বাইরের উৎপন্ন শব্দকে কমাতে পারে। একই সাথে উভয় Earbuds-এই 88ms Super-Low Latency Gaming Mode যুক্ত হয়েছে। ডিভাইসটি Realme Link App মাধ্যমে কন্ট্রোল করা যাবে। আরও থাকছে IPX4 Water-Resistance এর সুবিধাও।

এখানেই শেষ নয় উভয় Earbuds-ই 43mAh ব্যাটারি অফার করছে। যা ANC Off রাখার ক্ষেত্রে 7 ঘন্টা অবধি ব্যাটারি লাইভ প্রদান করে। এরই পাশাপশি চার্জিং কেসের সাথে 380mAh ব্যাটারি রয়েছে। যা 25 ঘন্টার ব্যাটারি পারফরম্যান্স দেয়। এটি মাত্র 10 মিনিট চার্জে 2 ঘণ্টা চলতে প্রস্তুত।

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে Realme Dizo Watch R দাম নির্ধারণ করা হয়েছে 3,999 টাকা। একই সঙ্গে DIZO Buds Z Pro জন্য আপনাকে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 2,999 টাকা।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

Realme Dizo Watch R Golden Pink, Classic Black এবং Silver Grey এই তিনটে কালার অপশনে পাওয়া যাবে। তারই সাথে DIZO Buds Z Pro Ocean Blue এবং Orange Black কালারে দেখা গেছে।

জেনেনিন : অফিশিয়াল লঞ্চের আগেই কনফর্ম করে দেওয়া হল OnePlus 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এখনই দেখেনিন বিস্তারিত

সেল Date কবে?

Realme Dizo Watch R প্রথম সেল শুরু হবে আগামী 11 ই জানুয়ারি থেকে। অন্যদিকে DIZO Buds Z Pro সেল শুরু হচ্ছে 13 ই জানুয়ারি থেকে। চমকের শেষ নেই রয়েছে অসাধারণ ডিসকাউন্ট। 

ডিসকাউন্ট কেমন রয়েছে?

Realme Dizo Watch R Flipkart প্ল্যাটফর্মে সাময়িক সময়ের জন্য 3,499 টাকাতে পাওয়া যাবে। একই সাথে DIZO Buds Z Pro Flipkart প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময়ের জন্য 2,299 টাকাতে পাওয়া যাবে। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!