Red Velvet Cake নাকি মঙ্গল গ্রহের ছবি? European Space Agency-র শেয়ার করা ছবিতে হতবাক গোটা বিশ্ব, জেনেনিন আসল ব্যাপার

Mars Image Shared by European Space agency

মঙ্গল (Mars) গ্রহ নিয়ে আমাদের মধ্যে উৎসাহের শেষ নেই। শেষ নেই বিস্ময়ের। লাল গ্রহ নামে পরিচিত পৃথিবীর প্রতিবেশী এই গ্রহতে বসতি স্থাপনের বিষয়ে অনেক চিন্তা-ভাবনা চলছেই। এবার এই গ্রহেরই অতিসম্প্রতি এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (European Space Agency)। ছবিটাতে মঙ্গল গ্রহের এক অংশের ছবি শেয়ার করা হয়েছে। যেটা দেখে এটা মঙ্গল গ্রহের কোন এক অংশ নাকি রেড ভেলভেট কেক সেই বিষয়েই দ্বন্দ্বে পড়ে গেছে গোটা দুনিয়া। আর তারই সাথে মজা করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে এই অবাক করা ছবি। 

European Space Agency-র শেয়ার করা ছবিতে হতবাক গোটা বিশ্ব

অতিসম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সি যাকে আমরা সংক্ষেপে ESP নামে চিনি তারা মঙ্গল গ্রহের এক ক্রেটারের ছবি শেয়ার করেছেন। যে ছবি দেখে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এটা মঙ্গল গ্রহের এক ছবি নাকি এক কেকের ছবি তাই নিয়ে মজা করে করা হচ্ছে পোস্ট। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এই ছবিটাকে ভালো করে বর্ণনা করতেও ভোলেনি। তাঁরা জানিয়েছেন আমাদের মনের কথায়, ছবিটা দেখে যেন মনে হচ্ছে একটা রেড ভেলভেট কেকের উপর পাউডার চিনি ছড়িয়ে দেওয়া হয়েছে।  

জেনেনিন : Flipkart-এ শুরু হতে চলেছে Big Bachat Dhamaal Sale, অসাধারণ সমস্ত প্রোডাক্টে রয়েছে হিউজ ডিসকাউন্ট, এই বিশেষ বিশেষ অফার গুলি একদমই মিস করবেন না

জানা যাচ্ছে মঙ্গল গ্রহের Vastitas Borealis অংশের এক 4 কিলোমিটার চওড়া বিশালাকার গর্তের ছবি। যেটা মঙ্গল গ্রহের উত্তর মেরুর দিকেই অবস্থিত।আর ছবিতে যে সাদা এবং লালের মিশ্রণ দেখা যাচ্ছে তা প্রকৃতপক্ষে সেই অংশের ওয়াটার আইস এবং তার সাথে লাল রঙের মঙ্গল গ্রহের মাটি থেকেই সৃষ্টি হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবিটা ক্যাপচার করা হয়েছে Trace Gas Orbiter এর সাহায্যে। যেটা ExoMars প্রোগ্রামের অন্তর্গত। আর এটি পাঠানো হয়েছে ইউরোপিয়ান এবং রাশিয়ান স্পেস এজেন্সির সম্মিলিত প্রচেষ্টায়। খুব শীঘ্রই তারা মঙ্গল গ্রহে নামাতে চলেছে তাদের রোভারও। মঙ্গল গ্রহে লুক্কায়িত জলের অস্তিত্ব রয়েছে কিনা বা আগে এই গ্রহে প্রাণ ছিল কিনা সেই সমস্ত কিছু নিয়ে গবেষণার চলবে এর সাহায্যে। 

কেমন লাগলো এই ছবিটা আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!