আবার চমক নিয়ে আসছে এই নতুন পাবজি, ইতিমধ্যেই 4 কোটি প্রি-রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছে PUBG : New State

সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল পাবজি : নিউ স্টেট (PUBG : New State)-এর pre-registration।  আর ইতিমধ্যেই হতবাক করা খবর শোনা যাচ্ছে Krafton-এর তরফ থেকে। Krafton জানিয়েছে পাবজি : নিউ স্টেটের প্রি-রেজিস্ট্রেশন ইতিমধ্যেই 40 মিলিয়ন এর মার্ক ছুঁয়ে গেছে। আর এই সংখ্যাটা সারা বিশ্বের বেশ কয়েকটি দেশের মিলিত সংখ্যা। অর্থাৎ 4 কোটির বেশি ইউজার ইতিমধ্যেই pre-registration করে ফেলেছে এই গেমটিতে। এই সংখ্যাটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো প্ল্যাটফর্ম মিলিয়েই। এমনটাই জানিয়েছে Krafton।

শীঘ্রই আসছে PUBG : New State 

ভারতে PUBG ব্যান হয়ে যাওয়ার পর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) লঞ্চ করা হয়েছে। সেই গেমও একের পর এক অসাধ্য সাধন করে চলেছে আমাদের দেশে। করে চলেছে একের পর এক রেকর্ড। প্রায়শই নতুন নতুন ইভেন্ট নিয়ে আসতে দেখা যাচ্ছে সেই গেমের মধ্যেও। 

জেনে নিন : আবার ব্লাস্ট করল OnePlus Nord 2 5G, এই ঘটনা রীতিমতো চিন্তার বিষয়

আপনি যদি পাবজি মোবাইল (PUBG Mobile) ভালোবাসেন বা আপনি যদি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI) ভালোবাসেন তাহলে আপনাকে জানিয়ে রাখা দরকার এই পাবজি : নিউ স্টেট হল একটি ব্যাটেল রয়েল গেম। তবে পাবজির তুলনায় আরও অত্যাধুনিক জিনিসপত্র থাকবে এই গেমেতে।

গেমটি 2051 সালের উপর ভিত্তি করে তৈরি করা। অর্থাৎ এখনকার তুলনায় তখনকার প্রযুক্তি আরও এডভান্স হবে তা আন্দাজ করাই যায়। থাকবে অত্যাধুনিক ওয়েপন থেকে শুরু করে দুর্দান্ত সব ভেহিকেলস এবং ম্যাপসও। এই গেমটি কবে লঞ্চ করা হবে তা অফিশিয়ালি এখনো পর্যন্ত না যে জানা গেলেও মনে করা হচ্ছে পরের মাসেই লঞ্চ করা হবে এই গেমকে।

সমস্ত কিছু মিলিয়ে এই খবরটা রীতিমতো এক্সাইটিং সকল পাবজি ও ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমারদের জন্য। আপনিও কি PUBG: New State প্রি-রেজিস্ট্রেশন করেছেন?