সমস্যা যেন কিছুতেই OnePlus Nord 2 5G এর সঙ্গ ছাড়ছে না। এর আগেও আমরা দেখেছিলাম OnePlus Nord 2 5G নিয়ে নানান প্রকার সমস্যায় পড়তে। আর OnePlus Nord 2 5G আবার ব্লাস্ট করল। এমনটাই জানা যাচ্ছে।
আবার ব্লাস্ট করেছে OnePlus Nord 2 5G
এই বিষয়ে বিস্তারিত জানিয়ে গৌরভ গুলাটি নামে একজন টুইটার ইউজার পোস্ট করেছেন। এবং সেই সূত্র ধরে মাই স্মার্ট প্রাইস এর পক্ষ থেকে বেশ কিছু তথ্য জানতে পারা যাচ্ছে জানা যাচ্ছে। জানা যাচ্ছে যার স্মার্টফোনে এমন ব্যাপারটি ঘটেছে তিনি একজন লইয়ার। আর স্মার্টফোনটি শুধুমাত্র তার জামার মধ্যে রাখা ছিল। চার্জিং অবস্থাতেও ছিল না সেই মুহূর্তে তার স্মার্টফোন।
জেনেনিন : Gmail Application-এর মধ্যে আসতে চলেছে Voice Calling ফিচার, জেনেনিন বিস্তারিত
আর তিনি জানাচ্ছেন যে তিনি সেই মুহূর্তে এসি রুমে ছিলেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন স্মার্টফোনটি তার জামার পকেটেই রাখা ছিল। সেই মুহূর্তে হঠাৎ তিনি গরম অনুভব করেন। এবং তারপর দেখেন সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার কিছুক্ষণের মধ্যেই তার স্মার্টফোন আগুন ধরে যায় এবং ব্লাস্ট করে যায়। সমস্ত ব্যাপারটা ঘটে এক এয়ারকন্ডিশনড কোর্ট চেম্বারের মধ্যেই। এমনটাই জানিয়েছেন গুলাটি।
তার স্মার্টফোনের যে ছবি সামনে বেরিয়ে আসছে সেটা দেখলে ভালো ভাবেই বোঝা যাচ্ছে স্মার্টফোনটির আর কিছুই বাকি নেই। পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেটি। তার ডিসপ্লে থেকে শুরু করে ব্যাক সাইডেও আমরা দেখতে পাচ্ছি পুড়ে যাওয়ার চিহ্ন। যা রীতিমতো ভয়েস শীতল স্রোত বইয়ে দিতে পারে ওয়ানপ্লাস ইউজারদের মধ্যে। এই বিষয়ে ওয়ানপ্লাস কি বলেছে সেই নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকবেই।
জানা যাচ্ছে ওয়ানপ্লাস তার সাথে কন্টাক্ট করে টুইটারে ডিএম এর মাধ্যমে। তার সাথে যাবতীয় জরিমানা দিয়ে সমস্যা মিটিয়ে নিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু তবুও মিস্টার গুলাটি কোনরকম কম্পেন্সেশন নিতে চাননি এবং তিনি জানিয়েছেন আইনত তিনি ব্যবস্থা নেবেন। আইনত ব্যবস্থা নিয়ে এই ডিভাইস যাতে ভারতে বিক্রি বন্ধ করে দেওয়া হয় সেই ব্যবস্থা করবেন তিনি এমনটাই জানিয়েছেন।
এর আগেও OnePlus Nord 2 5G ব্লাস্ট করার খবর শোনা গেছে। তার মধ্যে আবার একটি ছিল ফেক নিউজ। এরই মধ্যে আবার আসছে এই খবর। যা রীতিমতো চিন্তায় ফেলে দিচ্ছে OnePlus Nord 2 5G ব্যবহারকারীদের।