শীঘ্রই POCO নিয়ে আসছে তাদের অডিও প্রোডাক্ট, POCO Bluetooth Wireless Neckband

poco

গত বছরই POCO ঘোষণা করেছিল তারা স্মার্টফোন এক্সেসরিজের বাজারেও পদার্পণ করতে চলেছে। ভারতে এবার সেই খবরেরই কনফার্মেশন পাওয়া গেল। মনে করা হচ্ছে খুব শিগগিরই POCO লঞ্চ করতে চলেছে তাদের প্রথম অডিও প্রোডাক্ট। আর সেটি হতে চলেছে Wireless Bluetooth Neckband। 

শীঘ্রই POCO নিয়ে আসছে Wireless Bluetooth Neckband

জেনে নেওয়া যাক এই প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। ইতিমধ্যে BIS লিস্টিংয়ে প্রোডাকটিকে দেখতে পাওয়া গেছে। Bluetooth SIG লিস্টিংয়েও দেখা গেছে প্রোডাকটিকে। সেই লিস্টিং দেখে মনে করা হচ্ছে এটা বাজারে অলরেডি লঞ্চ হওয়া Mi Neckband Earphones Pro এর রিব্রান্ডেড ভার্সন হতে চলেছে। 

BIS Certification ওয়েবসাইটে দেখা গেছে এর মডেল নাম্বার রয়েছে LYXQEJ05WM। যেটা Mi Neckband Earphones Pro এর মডেল নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সেটা থেকেই বোঝা যাচ্ছে এই প্রোডাক্টটি তারই রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। 

জানেন কি : পেসমেকার ব্যবহার করেন? তাহলে দয়া করে এই Apple প্রোডাক্ট গুলি আপনার থেকে দূরে রাখুন! নতুন নির্দেশিকা জারি করল অ্যাপেল

যদি আমরা Mi Neckband Earphones Pro এর স্পেসিফিকেশনস দেখি তাহলে দেখবো এর মধ্যে রয়েছে 10mm Bass Drivers। রয়েছে 125ms এর Low Latency অডিও মোড। রয়েছে ANC ও ENC-ও। এর ওজন মাত্র 36 গ্রাম।

এর মধ্যে রয়েছে 150mAh এর Li-on Polymer ব্যাটারি। যা কুড়ি ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেবে একবার সিঙ্গেল চার্জে। রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। আর এটা সোয়েট এবং স্প্ল্যাশ প্রুফ।  তার জন্য রয়েছে IPX5 রেটিং। ব্যবহার করা হয়েছে 5.0 ব্লুটুথ কানেক্টিভিটি। এর দাম 1,799 টাকা। 

এই প্রোডাক্ট কবে লঞ্চ হবে সেই বিষয়ে আমাদের মনে প্রশ্ন আসবেই। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে POCO F3 GT। এই প্রোডাক্টটিকে হয়তো এই স্মার্টফোনের সাথেই লঞ্চ করে দেওয়া হতে পারে। এই ইয়ারফোন সম্পর্কে আপনার কী মতামত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।