বেশ কয়েক মাস আগেই ঘোষণা করা হয়েছিল FAU-G তে আসতে চলেছে নতুন একটি মোড। যেটি হতে চলেছে অত্যাধিক জনপ্রিয় টিম ডেথ ম্যাচ (Team Death Match)। তখনও আসেনি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। তাই স্বভাবতই এই নতুন মোডস নিয়ে উত্তেজনা বেশি ছিল সকলের মধ্যেই। আর অবশেষে নির্মাতা nCore Games জানিয়ে দিয়েছে টিম ডেথ ম্যাচ এসে গেছে তাদের গেমে।
তবে এখনও পর্যন্ত সকলের জন্য রিলিজ করে দেওয়া হয়নি Team Death Match-কে। এটি রিলিজ করা হয়েছে Android Beta Version হিসাবে। তার মধ্যে লিমিটেড স্লটও রয়েছে। অর্থাৎ সবাই চাইলে এখনই ডাউনলোড করতে পারবেনা এই গেম কে। এই টিম ডেথ ম্যাচে 5 vs 5 ব্যাটেল করা যাবে। অর্থাৎ আপনার 5 জন বন্ধু মিলে আপনি বিপক্ষের 5 জনের সাথে লড়াই করতে পারবেন। যেমনটা আমরা অন্যান্য পপুলার ব্যাটেল রয়েল গেম গুলিতে দেখতে পায়।
এই নতুন TDM Mode-এ রয়েছে নতুন একটি ম্যাপ। যার নাম বাজার (Bazaar)। এটা আদতে আমাদের দেশীয় কোন বাজারের মতোই। এর মধ্যেই বিভিন্ন জায়গায় মুভ করে বা হাইড করে অপনেন্টের সাথে লড়াই করে যাবে। এসেছে নতুন নতুন বন্দুক ও আরও কিছু ওয়েপনও।
জানেন কি : শীঘ্রই POCO নিয়ে আসছে তাদের অডিও প্রোডাক্ট, POCO Bluetooth Wireless Neckband
প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন পর্যন্ত শুধুমাত্র এই গেমের ক্যাম্পেইন মোডই (Campaign Mode) এভেলেবেল ছিল। সেখানে শুধুমাত্র একজন প্লেয়ারই প্রতিপক্ষের সাথে লড়াই করতে করতে এগিয়ে যেত তার লক্ষ্যের দিকে। গালওয়ান ভ্যালিতে ঘটে যাওয়া ভারত ও চীনের ঘটনা নিয়েই এই গেমের প্রথম মিশন এসেছিল। অবশেষে এসে গেল এর TDM Mode।
যারা মেড ইন ইন্ডিয়া ব্যাটেল রয়াল গেম চাইছেন তাদের জন্য এই গেম দারুন। তারই সাথে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও সাহসিকতাকে তুলে ধরা হয় সকলের কাছে এই গেমের মধ্যে দিয়ে। তবে বর্তমানে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লঞ্চ হয়ে যাওয়ার পর এই গেমের জনপ্রিয়তা কেমন থাকে সেটার প্রতি নজর থাকবে সকলেরই। তবে এখনও পর্যন্ত nCore Games জানায়নি কবে অফিশিয়ালি এই TDM Mode-কে সকলের জন্য রিলিজ করে দেওয়া হবে। আশা করা যায় খুব শীঘ্রই এই খুশির খবর পাবো আমরা।