পেসমেকার ব্যবহার করেন? তাহলে দয়া করে এই Apple প্রোডাক্ট গুলি আপনার থেকে দূরে রাখুন! নতুন নির্দেশিকা জারি করল অ্যাপেল

stay away from these apple devices if you are using pacemaker

অ্যাপেল (Apple) বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে। সেই প্রোডাক্টের মধ্যে যেমন স্মার্টফোন রয়েছে, তেমনই রয়েছে ছোট্ট স্মার্ট ট্রাকিং ডিভাইস। রয়েছে আইপ্যাড, আইফোন, আইম্যাক এবং সদ্য সদ্য আমরা শুনেছি আপেল তৈরি করতে চলেছে তাদের ইলেকট্রিক কারও।  

এই সমস্ত প্রোডাক্ট গুলোর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ম্যাগনেট ব্যবহার করা হয়ে থাকে। আর এই ম্যাগনেট নিয়েই অনেকের সমস্যা দেখা যাচ্ছে। কিছু কিছু মেডিকেল ইকুইপমেন্ট, যেমন- Pacemaker বা Defibrillator ইত্যাদির সংস্পর্শে বা কাছাকাছি যদি অ্যাপেলের কিছু প্রোডাক্ট কে না হয়। তাহলে সেগুলো একে অপরকে আকর্ষণ করছে। এবং কোনো কোনো ক্ষেত্রে ঘটে যেতে পারে সেই প্রোডাক্ট গুলোর মেডিক্যাল কার্যকারিতাও। 

এই সমস্ত অ্যাপেলের প্রোডাক্ট গুলোর জন্য সেই গুরুত্বপূর্ণ জীবনদায়ী মেডিকেল ইকুইপমেন্ট এর কার্যকারিতাও বিঘ্ন ঘটতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। আর কাস্টমারদের এইরকমই কোন অঘটন থেকে বাঁচাতে অ্যাপেল তাদের সাপোর্ট ডকুমেন্টকে আপডেট করেছে। বিস্তারিত ভাবে জানিয়েছে তারা কোন কোন অ্যাপেল প্রোডাক্ট থেকে এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট গুলো কে দূরে রাখতে হবে। 

সেখানে পঁচিশটা এইরকম ডিভাইসের উল্লেখ করেছে Apple। চলুন দেখে নেওয়া যাক সেই ডিভাইস গুলিকে- Magic Keyboard, iPhone 12 Models, Mac Mini, AirPods, Charging Case, AirPods , Wireless Charging Case, Apple Watch Magnetic Charging Accessories, HomePod, HomePod Mini, iPad, Beats Flex, Beats X, PowerBeats Pro, iPad Mini, iPad Air, iPad Pro, iPad Smart Keyboard, Smart Keyboard Folio, AirPods Pro, Wireless Charging Case, AirPods Max, Smart Case, Apple Watch, Apple Watch Bands, Mac Pro, MacBook Air, MacBook Pro, iMac, Apple Pro Display XDR, UrBeats3!  

আপনি যদি আপেলের উল্লিখিত ডিভাইসগুলো ব্যবহার করেন এবং তার সাথে গুরুত্বপূর্ণ মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করে থাকেন তাহলে সাবধান হয়ে যান! অন্যথায় এগুলো থেকে আপনার বিপদ হতে পারে। 

জানেন কি : Group Video Call, Screen Sharing সহ একগুচ্ছ নতুন ফিচার নিয়ে চলে এলো Telegram App, দারুন সুবিধা হবে সকলেরই

অ্যাপেল জানাচ্ছে আপনি যদি এই ধরনের কোন রকম মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করেন, তাহলে দয়া করে তাদের প্রোডাক্ট গুলো কে এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট থেকে 6 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি পর্যন্ত দূরত্ব রাখুন।এমনকি কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েও এই ডিভাইস গুলি ব্যবহার করতে বলা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, বহুদিন ধরেই অ্যাপেল কে এই সংক্রান্ত সমালোচনায় পড়তে হয়েছে। এমনকি ইন্টারনেটের জগতে এই নিয়ে অনেক ব্যঙ্গ-বিদ্রুপও সহ্য করতে হয়েছে অ্যাপেলকে। MagSafe নামে চার্জার যখন লঞ্চ করা হয়েছিল তখনও এই রকম বহু প্যারোডি ভিডিও দেখা গিয়েছিল ইউটিউবে। অবশেষে অ্যাপেল এমন বিজ্ঞপ্তি জারি করল। 

অবশ্যই আর্টিকেলটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং তাদের কেউ ব্যাপারটা জানিয়ে দিন। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।