লঞ্চ হতে চলেছে POCO F3 GT, দেখেনিন এর স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম

poco f3 gt india launch in q3 check out its specifications price

অবশেষে এসে গেল খুশির খবর। লঞ্চ হতে চলেছে POCO-র একটি নতুন স্মার্টফোন। এবং এটি হতে চলেছে পোকো POCO F3 GT। ইতিমধ্যে স্মার্টফোনে থাকছে Mediatek Dimensity 1200 SoC। স্মার্টফোন সম্পর্কে কি জানা গেল জেনে নেওয়া যাক।

POCO F3 GT এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও দাম

ইতিমধ্যে POCO তাদের এই POCO F3 GT স্মার্টফোনটি ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। স্মার্টফোনটির বিষয়ে তিরিশ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন অনুজ শর্মা। যেখানে স্মার্টফোনের কয়েকটি স্পেসিফিকেশন্স এর কথা উল্লেখ রয়েছে। উল্লেখ রয়েছে কোন প্রসেসর থাকবে।

তার পোস্ট করা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে থাকবে Mediatek Dimensity 1200 SoC। এটি 6nm এর প্রসেসর। এবং তারা জানিয়েছে এই বছরেরই Q3 তে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে। অর্থাৎ জুলাই মাস থেকে শুরু হচ্ছে Q3। সেক্ষেত্রে আর একমাস পরেই হতে পারে এই স্মার্টফোনটি লঞ্চ। দেখেনিন অনুজ শর্মার করা টুইটটি- 

স্মার্টফোনটি মনে করা হচ্ছে Redmi K40 Gaming Edition এর রিব্র্যান্ডেড ভার্শন হতে চলেছে। যার মধ্যে আমরা পেয়েছিলাম 6.67 ইঞ্চির Full HD+ অ্যামোলেড ডিসপ্লে। যার মধ্যে ছিল 120Hz এর রিফ্রেশ রেট ও 480Hz এর টাচ স্যাম্পলিং রেট। আর ছিল অবশ্যই MediaTek এর Dimensity 1200। আছে 5065mAh এর ব্যাটারি। আর ছিল 67W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। সর্বোচ্চ 12GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজে সাথে এই স্মার্টফোনটিকে পাওয়া যাচ্ছিল। ছিল 5G, 4G LTE, WiFi 6 সাপোর্টেড।

জেনে নিন : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন

ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোন ছিল ট্রিপল ক্যামেরা সেটআপ।  যার মধ্যে 64MP এর প্রাইমারি সেন্সার। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। আর 2 MP এর ম্যাক্রো লেন্স। সাথে 16MP এর সেলফি ক্যামেরা। 

গত এপ্রিল মাসে চিনে এই Redmi K40 Gaming Edition কে লঞ্চ করা হয়েছিল। আর ভারতীয় মুদ্রায় এই স্মার্টফোনটি 6GB RAM ও 128GB স্টোরেজ এর দাম 25,300 টাকা। আর তারই সাথে 12GB RAM ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম ছিল প্রায় 31,000 টাকা। মনে করা হচ্ছে POCO F3 GT দেশের বাজারে প্রায় একই রকম দামে লঞ্চ করা হবে।