এর আগে আমরা আপকামিং পোকো F2 প্রো এর ফিচার নিয়ে জেনেছিলাম।
এখন পোকো ইন্ডিয়া যা ইঙ্গিত দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে পোকা F2 এর আগেই লঞ্চ হতে চলেছে পোকা M2।
মি ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে শাওমি। সেটটির মডেল নাম্বার M2003J6CI ।
পোকো F2 প্রো এর মডেল নেম M2004J11G। স্পষ্টতই F2 ও M2 হবে আলাদা সেট।
কি কি ফিচার থাকছে পোকো M2 তে ?
আশা করা হচ্ছে, এই ফোনটিও মিড-রেঞ্জের ফোন হবে ও প্রসেসর হবে Snapdragon 700 সিরিজের।
রেডমি নোট 9 প্রো এর সঙ্গে এর কোড নেম মিলে যাওয়ায় বলা যায় M2 তে প্রসেসর ইউস হবে Snapdragon 720G।
ফোনটির SAR ভ্যালু হবে 1.6 W/kg (over 1 gram)।
আরও জানুন : ভারতের বাজারে কি শীঘ্রই লঞ্চ হতে চলেছে পোকো F2 Pro ? জেনে নিন বিস্তারিত !
যেহেতু অল্পদিন আগেই শাওমি মি 10 ও রেডমি নোট 9 রিলিজ করেছে তাই পোকো M2 নিয়ে আর বিশেষ কোনো তথ্য লিক করতে চায়না তারা।
এই নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই জানানো হবে।