শাওমির সাব-ব্র্যান্ড পোকো এখনও অফিসিয়ালি পোকো F2 বা পোকো F2 Pro নিয়ে তথ্য দেয়নি।
তবে পোকো গ্লোবাল টুইটার হ্যান্ডেল এই বিষয়ে ইঙ্গিত দিয়েই যাচ্ছে। তাদের রিসেন্ট টুইট টি দেখুন !
সমস্ত ব্যাপার দেখে এটা ক্লিয়ার যে Poco F2 আসছে !
তবে, XDA ডেভেলপারস এই নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছে।
Poco F2 বা Poco F2 Pro হলো Poco F1 এর সাক্সেসর। Poco F1 ফোনটি ভারতীয় মার্কেটে ভালো সারা পেয়েছিল।
আরও জানুন : শাওমির বিরুদ্ধে অভিযোগ উঠলো আপনার পার্সোনাল তথ্য রেকর্ড করার ! সত্যিটা কি ? জেনে নিন বিস্তারিত !
এর আগে লঞ্চ হওয়া পোকো X2 সেটটি সেল শুরু হওয়া মাত্র ভালো সারা পেয়েছে।
পোকো F2 Pro কি আসলে চীনে রিলিজ হওয়া Redmi K30 Pro এর রিব্রান্ড?
Poco জেনারেল ম্যানেজার, C Manmohan দাবি করেছেন যে এই ফোনটির সঙ্গে Redmi K30 Pro এর কোনো সম্পর্ক নেই।
তবে রিসোর্স দাবি করেছে সম্পূর্ণ উল্টো। তাদের মতে Redmi K30 Pro ও Poco F2 Pro এই দুটি ফোনের কোডনেম একই।
কি কি থাকছে পোকো F2 Pro তে?
আশা করা হচ্ছে চিনে রিলিজ করা Redmi K30 Pro এর মতোই এতে থাকবে 64MP+5MP+13MP+2MP quad-rear camera সেট আপ।
ফ্রন্টে থাকবে 20 মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা। 33W ফাস্ট চারজিং সহ 4,700mAh ব্যাটারি।
6.67-ইঞ্চি HDR10+ Super AMOLED ডিসপ্লে। প্রসেসর লেটেস্ট Qualcomm Snapdragon 865 ।
দাম কত হবে সেটটির?
রিপোর্টে বলা হয়েছে,6GB RAM + 128GB ভ্যারিয়েন্টটির দাম হবে EUR 649 (₹ 54,000 এর কাছাকাছি) আর 8GB RAM + 256GB ভ্যারিয়েন্টটির দাম হবে EUR 749 (₹ 63,000 এর কাছাকাছি)।