শাওমির বিরুদ্ধে অভিযোগ উঠলো আপনার পার্সোনাল তথ্য রেকর্ড করার ! সত্যিটা কি ? জেনে নিন বিস্তারিত !

আর আগেও অনেক সংস্থা দাবি করেছিল যে চিনা ফোনের মেকার কোম্পানিগুলি ইউজারদের পার্সোনাল ডেটা চুরি করে।

এবার ফোর্বস এর সিকুরিটি রিসার্চাররা দাবি করেছে যে শাওমি ইউজারদের পার্সোনাল তথ্য রেকর্ড করছে।

কিভাবে চলছে এই তথ্য রেকর্ড ?

রিসার্চারদের মতে,আপনি শাওমি ফোনের ইউজার হন এবং আপনি ইন-বিল্ড ব্রাউসার থেকে ব্রাউজিং করেন।

তাহলে আপনার পার্সোনাল ডেটা চুরি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

আবার কিছু রিসার্চার দাবি করেছেন।

আপনি ইনগোইনটু মোডে ব্রাউজিং করেন বা DuckDuckGo এই মতো সিকিউর ব্রাউসার ইউস করেন, তা সত্ত্বেও হতে পারে আপনার শাওমি ফোনে পার্সোনাল ডেটা হ্যাকিং।

ওই সিকিউরিটি রিসার্চার, Gabriel Cirlig নিজেও রেডমি নোট 8 ইউস করেন।

ওই ফোনটি ডেলি ড্রাইভার হিসেবে ইউস করেন তিনি এবং লক্ষ্য করেন যে তার পাঠানো ও রিসিভ করা সমস্ত তথ্য নাকি এই ফোন লিক করে দিচ্ছে।

Base64 হলো এক প্রকার এনকোডিং। এটি থেকেই তিনি এই তথ্য লিকের ব্যাপারটা বুঝতে পারেন।

Cirlig, Xiaomi Mi 10, Redmi K20 এবং Mi Mix 3 এর জন্য ROM গুলি ডাউনলোড করেছেন এবং প্রত্যেকটিতে একটি করে ব্রাউসার কোড পেয়েছেন।

তিনি আরো বলেছেন যে ওই লিক করা তথ্য রাশিয়া আর সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে ।

আরও জানুন : ভারতে শাওমি শুরু করে দিলো প্রোডাক্ট বিক্রি ! কি কি প্রোডাক্ট পাবেন ? জেনে নিন বিস্তারিত !

আরেক গবেষক, অ্যান্ড্রু টের্নি, মি ব্রাউজার প্রো এবং মিন্ট ব্রাউজারেও সন্দেহজনক আচরণ খুঁজে পেয়েছিলেন।

শাওমি কি জানালো এই সম্বন্ধে ?

শাওমির তরফ থেকে জানানো হয়েছে যে ফোবর্সের এই খবরটি শুনে তারা খুবই বিস্মিত হয়ে যান।

তারা ফোর্বস এর এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। শাওমি বলেছে যে তারা ইউজারদের পার্সোনাল ডেটা এবং সিকিউরিটি এই দুই নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনা।

শাওমি বলেছে যে তারা ফোবর্সের সঙ্গে যোগাযোগ করেছে এবং এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য চেয়েছে ।

সমস্ত তথ্য যদি তারা পাঠায় তাহলে শাওমি তা যাচাই করে দেখবে।