এই বছরের শেষের দিকেই মনে করা হচ্ছে নতুন অ্যাপেল ওয়াচ লঞ্চ করা হবে। যার নাম হতে পারে অ্যাপেল ওয়াচ সিরিজ 6 !
এটা লঞ্চ হবার কথা আইফোন টুয়েলভ এর সাথেই । আর এরই মধ্যে বেরিয়ে এলো এই নতুন অ্যাপেল ওয়াচ এর কিছু ইন্টারেস্টিং ফিচার ।
এর আগেও আমরা জানিয়েছিলাম অ্যাপেল ওয়াচ কিভাবে একজন মানুষের প্রাণ বাঁচিয়ে ছিল !
কি কি নতুন ফিচার থাকতে পারে এই অ্যাপেল ওয়াচ সিরিজ 6 এ ?
এর এই আপকামিং অ্যাপেল ওয়াচ 6 এ থাকছে পালস অক্সিমিটার এর ফিচার ।
তার সাথে থাকবে আরো ভালো মানের ব্যাটারি লাইফের সুবিধা।
আর এই সমস্ত কিছু বিবেচনা করেই মনে করা হচ্ছে এর মধ্যে থাকবে মেন্টাল হেলথ এবনরমালিটি ডিটেকশন ।
আরও জানুন : শাওমির অভিনব উদ্যোগ ! লকডাউনে ঘরে বসেই কিনুন স্মার্টফোন ও আরও অনেক জিনিস মি কমার্স এর সাহায্যে!
অর্থাৎ আপনি মানসিক অস্থিরতার মধ্যে থাকলে সেটাও ডিটেক্ট করে নেবে এই অত্যাধুনিক অ্যাপেল ওয়াচ ।
যার ফলে প্যানিক অ্যাটাক বা অত্যধিক স্ট্রেস থেকে এই অ্যাপেল ওয়াচ ব্যবহারকারীকে সাবধান থাকতে অ্যালার্ট করে দিতে পারবে এই নতুন ফিচার।
যা নিঃস্বন্দেহে আরও প্রাণ বাঁচাবে। এই সমস্ত ফিচার গুলির সাথে আর কি কি নতুন ফিচার থাকে এখন সেটাই দেখার।
যার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।