শাওমির অভিনব উদ্যোগ ! লকডাউনে ঘরে বসেই কিনুন স্মার্টফোন ও আরও অনেক জিনিস মি কমার্স এর সাহায্যে!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষ গৃহবন্দী। ই-কমার্স কোম্পানিগুলি সেল রেসুম করার সঙ্গে সঙ্গে বাজারে এইসব সামগ্রীর ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।

টিভি,স্মার্টফোনের মতো দ্রব্যগুলি কিনতে সহায়তা করার জন্য শাওমি ভারতে মি কমার্স নামে অফলাইন- অনলাইন সলিউশন নিয়ে এলো।

এই কোম্পানি অবশ্য মি.কম চালু রেখেছে ।

কি কারণে আনা হলো এই নতুন প্লাটফর্ম ?

মি কমার্স একটি “প্রোডাক্ট ডিসকভারি প্ল্যাটফর্ম” যেটি লোকাল রিটেলারদের সাথে পার্টনারশিপ করে তাদের উপলব্ধ প্রোডাক্ট গুলি বিক্রি করতে সাহায্য করবে।

সংস্থাটি সমস্ত ফ্রন্টলাইন এবং পুলিশ কর্মীদের জন্য বিশেষত একটি পরিষেবা ছাড়ের ঘোষণা করেছে।

গ্রিন এবং অরেঞ্জ অঞ্চলগুলিতে লকডাউন সাম্প্রতিক শিথিলতার কারণে শাওমি প্রোডাক্ট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে।

শাওমি এবং অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারীদের আজ একটি বড় উদ্বেগ হ’ল গ্রাহকরা অফলাইন স্টোরগুলির মাধ্যমে ক্রয় করতে চাইছেন না।

এই প্লাটফর্মটি এই উদ্বেগ থেকে কিছুটা স্বস্তি দেবে।

কিভাবে ইউজ করবেন এই প্লাটফর্ম ?

ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নির্বাচিত আইটেমটি কেনার জন্য তাদের “আগ্রহ” প্রকাশ করতে পারে।

আরও জানুন : ভারতের বাজারে এবার নতুন ওয়ারলেস ইয়ার বাডস লঞ্চ করতে চলেছে শাওমি ! জেনে নেওয়া যাক বিস্তারিত !

এর পরে মি কোনো লোকাল শপের সাথে যোগাযোগ করিয়ে দেবে যা ওই আইটেমটি ইউজারকে ডেলিভার করবে।

শাওমির একজন মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেছে যে, মি কমার্স বর্তমানে কেবল ভারতে উপলব্ধ।

শাওমি একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট চালু করেছে। +91 8861826286 নাম্বারে ম্যাসেজ করে লোকাল স্টোরে অর্ডার দেওয়া যাবে।

এছাড়াও আপনি এই ওয়েবসাইট এ গিয়ে দেখতে পারবেন আপনার নিকটবর্তী কোন মি স্টোর রয়েছে এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ।

সেই মি স্টোর থেকেই আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হবে এবং ডেলিভারি দেবার পরই টাকা নেওয়া হবে ।

স্যামসাং কে পিছনে ফেলে ভিভো এখন দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট। এই কারণেই মি এর এই প্রচেষ্টা তাদের মার্কেটকে ধরে রাখার জন্য।

আর নিঃস্বন্দেহে তাদের এই উদ্যোগ অনেকের জন্যই উপকারী হবে।