করোনাভাইরাস জনিত লকডাউনের কারণে গত মাসে, সংস্থাটি প্রি-বুকিং অফারগুলির ছাড়ের শেষ তারিখ 30 এপ্রিল থেকে 20 মে অবধি বাড়িয়েছিল।
এবার স্যামসাং গ্যালাক্সি এস 20 প্রি-বুক করলে আপনি পেয়ে যাবেন 4000 টাকার আকর্ষণীয় ভাউচার। তবে, এটি কেবল ভারতীয় গ্রাহকদের জন্য।
তবে রয়েছে একটি শর্ত।
কি সেই শর্ত?
যারা ফোনটি 3রা মে অবধি অ্যাক্টিভ করেননি কেবল তাদের জন্যই এই অফার।
নতুন এই অফার সম্পর্কে স্যামসাং বলেছে যে গ্রাহকরা তাদের গ্যালাক্সি এস 20, গ্যালাক্সি এস 20 + এবং গ্যালাক্সি এস 20 আল্ট্রা ফোনগুলি প্রি-বুক করেছেন এবং 4 মে থেকে 20 মে এর মধ্যে তাদের ফোনগুলি অ্যাক্টিভ করবেন তারা পাবেন 4000 টাকার ই-ভাউচার।
আরও জানুন : শাওমির অভিনব উদ্যোগ ! লকডাউনে ঘরে বসেই কিনুন স্মার্টফোন ও আরও অনেক জিনিস মি কমার্স এর সাহায্যে !
এই ভাউচার গুলি 15 জুনের মধ্যে রিডিম করে নিতে হবে।
এছাড়াও আছে আর কিছু আকর্ষণীয় অফার।
কি সেই অফার?
যদি কোন গ্রাহক তার পুরনো কোন স্যামসাং গ্যালাক্সি ফোন এর বদলে নতুন গ্যালাক্সি এস টোয়েন্টি সিরিজ কেনেন তাহলে তারা পাবেন 5000 টাকা অবধি ছাড়।
যদি তারা HDFC ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে এক্সচেঞ্জ অফার এর বদলে তারা পেয়ে যাবেন 6000 টাকার ক্যাশব্যাক।
এছাড়াও যারা এস 20 সিরিজের ফোন প্রি-বুক করেছেন তারা পেয়ে যাবেন বিনামূল্যে চার মাসের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
শুধু তাই নয় আরো পাবেন ভোডাফোন,এয়ারটেল এবং জিওর তরফ থেকে ডাটা অফার।