লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Oppo Reno 7 Pro স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত, এক নজরে জেনেনিন ফিচার্স সহ সমস্ত কিছু

ছবিতে (Oppo Reno 6 Pro 5G)

সম্প্রতি Oppo সংস্থা এই বছরের শেষের দিকে চীনে দুটি নতুন Oppo Reno 7 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে বলে জানতে পেরেছি আমরা। ইতিমধ্যে 3C Website-এ স্মার্টফোনটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। একই সঙ্গে Tipster Digital Chat Station ডিভাইসটির যাবতীয় ক্যামেরার বিবরণ সকলের সামনে নিয়ে এসেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সমস্তকিছু।

Oppo Reno 7 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.6-Inch FHD+ AMOLED Display। একই সঙ্গে পাবেন 90Hz Refresh Rate। স্মার্টফোনটি নির্মিত হয়েছে MediaTek Dimensity 1200 SoC দ্বারা। এরই পাশাপাশি থাকতে পারে 12GB পর্যন্ত RAM।

জেনেনিন : কিভাবে বুঝবেন আপনার স্মার্টফোন হ্যাক হয়ে গেছে? অবশ্যই জেনেনিয়ে সচেতন থাকুন

ক্যামেরা স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই স্মার্টফোনের মধ্যে থাকছে 32MP Sony IMX615 Front Camera Sensor। এছাড়াও রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকছে 50MP Primary Camera, 8MP Ultrawide Sensor এবং 2MP এর আর একটি ক্যামেরা সেন্সর। 

এখানেই শেষ নয় আরও পাবেন 4,500mAh এর অসাধারণ ব্যাটারি। একই সঙ্গে ইনক্লুড রয়েছে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট। বাকি সমস্ত স্পেসিফিকেশন্স আমরা লঞ্চের পরেই জানতে পারবো।

লঞ্চ Date কবে রাখা হয়েছে?

জানা গেছে স্মার্টফোনটি আগামী নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের দিকেই লঞ্চ হতে পারে। স্মার্টফোনটির দাম কত হবে তা সংস্থার তরফ থেকে এখনো জানানো হয়নি। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।