আজকের Google Doodle-এ সেলিব্রেট করা হচ্ছে Otto Wichterle-এর 108 তম জন্মদিন, জেনেনিন এই ডুডলে বিশেষ কি রয়েছে

google celebrates 108th birth anniversary of otto wichterle with a new doodle

আজকের গুগল ডুডল (Google Doodle)-টি খেয়াল করেছেন? আজকের আপনি যদি অফিশিয়াল গুগলের ডুডলটি দেখেন তাহলে তার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেখতে পাবেন। তার পিছনে Google-এর ‘O’ লেখা রয়েছে ঠিক যেন চোখের আকারে। আজকের এই বিশেষ ডুডলটি গুগল তৈরি করেছে Otto Wichterle-এর 108 তম জন্মদিন সেলিব্রেট করার জন্য। আপনি যদি Otto Wichterle-কে না জেনে থাকেন, তাহলে আজকের এই গুগল ডুডল এর ইতিহাস জেনে আপনি চমৎকৃত হবেন।

আজকের Google Doodle কোন বিষয়ে তৈরি? 

গুগল কে আমরা প্রতিনিয়তই কোন বিশেষ বিশেষ ঘটনা বা বিশেষ কোনো দিন উপলক্ষে নতুন নতুন ডুডল নিয়ে আসতে দেখি। আজকে যদি আপনি গুগলের হোমপেজটি খোলেন, তাহলে অফিশিয়াল গুগল লোগোর পরিবর্তে এক নতুন ডুডল দেখতে পাবেন। আজকের গুগল ডুডল টি তৈরি করা হয়েছে Otto Wichterle-এর 108 তম জন্মদিন উপলক্ষে। এবার আমাদের মনের প্রশ্ন আসবে তিনি কে? 

সর্বপ্রথম জানিয়ে রাখি তিনি কন্টাক্ট লেন্স এর আবিষ্কারক। কন্টাক্ট লেন্স সম্পর্কে প্রথম ধারণা তৈরি হয়েছিল তার মস্তিষ্কেই। 1913 সালে তিনি চেক রিপাবলিকের Prostĕjov নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই বিজ্ঞানের ভক্ত তিনি এবং পরবর্তীকালে 1936 সালে অর্গানিক কেমিস্ট্রি তে ডক্টরেট লাভ করেন প্রাগ ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে। 

জেনেনিন : শুরু হয়ে গেছে Diwali With Mi সেল, এই সকল স্মার্টফোন ও প্রোডাক্টে পেয়ে যাবেন হিউজ ডিসকাউন্ট, এখনই জেনেনিন বিস্তারিত

1950 সালে সেখানেই তিনি একজন প্রফেসর হিসেবে শিক্ষকতা করতেন এবং সেই সময়ই তিনি চোখের ইমপ্ল্যান্ট এর জন্য জেল তৈরির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। এর পর নানান উত্থান পতনের পর 1961 সালে প্রথম তিনি বাচ্চাদের ইলেকট্রিক সেট, তার সাথে বাইসাইকেলের লাইটের ব্যাটারি এবং একটি ফনোগ্রাফের মোটর আর বাড়ীতে তৈরি গ্লাস টিউবিং এবং মৌল্ড দিয়ে প্রথম কন্টাক্ট লেন্স তৈরি করেন তিনি। তার এই মহৎ কর্মের জন্যই তাকে চেক রিপাবলিকের একাডেমীর প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করা হয় 1993 সালে। 

কন্টাক্ট লেন্স এর আবিষ্কারক হিসাবে তাকে বেশি চেনা হলেও তিনি আরও অনেক প্রয়োজনীয় জিনিস আবিষ্কার করেছেন। যার মধ্যে স্মার্ট বায়োম্যাটেরিয়ালস যেমন রয়েছে। তারই সাথে রয়েছে বায়ো-ডিগ্রেডেবল পালিমারও। আজ তার জন্যই সারা পৃথিবীর প্রায় 140 মিলিয়ন মানুষ উপকৃত হয়ে থাকেন কন্টাক্ট লেন্স পরিধান করে। 

তারই 108 তম জন্মদিনে তাই গুগলের এই শ্রদ্ধার্ঘ্য। কেমন লাগলো আজকের গুগল ডুডলটি? তা অবশ্যই জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ