লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Oppo Reno 7, Reno 7 Pro, Reno 7 SE স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট

oppo reno 7 pro se specifications leaked before launch

সম্প্রতি Oppo ব্র্যান্ড তাদের Reno 7 সিরিজ লঞ্চ করতে চলছে। এই সিরিজে রয়েছে Oppo Reno 7, Reno 7 Pro এবং Reno 7 SE তিনটি অসাধারণ স্মার্টফোন। লঞ্চের আগেই স্মার্টফোনের যাবতীয় তথ্য টিজ করা হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে সমস্ত কিছু।

লঞ্চ Date কবে?

Oppo Reno 7 সিরিজের স্মার্টফোনগুলো আজই চিনে লঞ্চ হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই TENAA ওয়েবসাইটে তিনটে স্মার্টফোনই তালিকাভুক্ত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন্স।

Oppo Reno 7 সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1,080×2,400 Pixels রেজুলিউশন যুক্ত 6.5-Inch Full HD+ AMOLED Display। একইসঙ্গে পেয়ে যাবেন 600 Nits Max Brightness, 180Hz Touch Sampling Rate, 409ppi Pixel Density এবং 90Hz Refresh Rate। স্মার্টফোনটি Qualcomm Snapdragon 778G SoC দ্বারা পরিচালিত হতে পারে। 

স্টোরেজ হিসাবে থাকছে 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB ইন্টারনাল স্টোরেজ। এরই পাশাপাশি ইনক্লুড থাকছে 64MP Primary Sensor, 8MP Ultrawide Camera এবং 2MP Macro Camera। একইসঙ্গে রয়েছে 32MP Sony IMX709 সেলফি ক্যামেরা। আরও পেয়ে যাবেন 65W ফাস্ট চার্জার সহ 4,500 mAh ব্যাটারি।

Oppo Reno 7 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনটি Android 11-Based ColorOS 12 উপর নির্ভর করে পরিচালিত হবে। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 1,080×2,400 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.5-Inch Full HD+ Display। একই সাথে পাবেন 240Hz Touch Sampling Rate, 90Hz Refresh Rate, 920Nits Max Brightness এবং 402ppi Pixel Density।

জেনেনিন : Airtel-এর পর এবার দাম বেড়ে গেল Vi প্রিপেইড প্ল্যানের, এক নজরে জেনেনিন পরিবর্তিত দাম, খারাপ খবর সকলের জন্যই

স্মার্টফোটিতে রয়েছে MediaTek Dimensity 1200 Max SoC। ক্যামেরা ফিচারস হিসাবে থাকছে 50MP Sony IMX766 Primary Camera, 8MP-Angle Sony IMX355 Camera এবং 2MP Macro Sensor। একই সাথে পেয়ে যাবেন 32MP Sony IMX709 ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে 65W ফাস্ট চার্জিং ফিচারস সহ 4,500 mAh ব্যাটারি। স্মার্টফোনটির ওজন 180 গ্রাম।

Oppo Reno 7 SE সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে থাকছে 6.43-Inch FHD+ AMOLED ,Display। একইসঙ্গে স্টোরেজ হিসাবে পাবেন 8GB RAM + 64GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ। এই স্মার্টফোনটিতে ইনক্লুড থাকছে ট্রিপল ক্যামেরা সিস্টেম যেখানে পাবেন 48MP Primary Sensor এবং দুটি 2MP Sensor। এখানেই শেষ নয় আরও পাবেন 4,300 mAh ব্যাটারি।

দাম কত হতে পারে?

এই আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত স্মার্টফোনের দাম কত হবে তা সংস্থার তরফ থেকে জানানো হয়নি। আশা রাখছি স্মার্টফোনের সঠিক দাম আমরা লঞ্চের পরেই জানতে পারবো। নতুন এই Oppo Reno 7 সিরিজ সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।