শীঘ্রই গ্লোবালি লঞ্চ হতে চলেছে Oppo Reno 6 Pro 5G স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমনই হিন্টস

oppo reno 6 pro will be launched globally soon hints fcc listing

OPPO গত মাসে Oppo Reno 6 সিরিজের স্মার্টফোন চীনে লঞ্চ করেছিল। Oppo Reno 6 সিরিজটিতে তিনটি সেট রয়েছে  – Oppo Reno 6 5G, Oppo Reno 6 Pro 5G এবং Oppo Reno 6 Pro+ 5G। এবার, Oppo Reno 6 Pro 5G স্মার্টফোনটি FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে হাজির হয়েছে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে Oppo Reno 6 Pro 5G স্মার্টফোনটি। ইতিমধ্যে আমরা Oppo Reno6 Pro 5G এর বেশ কিছু Specifications এবং Features সম্বন্ধে জানতে পেরেছি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Oppo Reno6 Pro 5G এর বেশ কিছু Specifications

Oppo Reno6 Pro স্মার্টফোনটিতে থাকছে 6.55-inch FHD+ Curved AMOLED Display। এর থাকছে  2400×1080 Pixel রেজোলিউশন। এছাড়াও রয়েছে 90Hz Refresh Rate। একই সাথে 800 Nits Peak Brightness থাকবে। Display তে আপনি Corning Gorilla Glass 5 এর Protection পেয়ে যাবেন।

এবার আসি প্রসেসরের (Processor) ব্যাপারে। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Octa-Core MediaTek Dimensity 1200 Processor। একই সাথে থাকছে Mali G77 GPU।

এর ক্যামেরার কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন LED Flash যুক্ত Quad-Rear Camera Setup। যেখানে Primary 64MP OmniVision Sensor, 8MP Ultra-Wide-Angle Lens, 2MP Portrait Lens, এবং 2MP Macro Lens রয়েছে। Front এ থাকছে 32MP সেলফি ক্যামেরা।

জেনেনিন : রিয়েলমির এক স্মার্টফোনেরই রি-ব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে OnePlus Nord 2, উঠে আসছে এমনই তথ্য

এবার আসি এর ব্যাটারির ব্যাপারে। 4,500mAh ব্যাটারির সাথে পাবেন 65W ফাস্ট চারজিং এর সুবিধা। একই সাথে স্মার্টফোনে থাকছে 12GB LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ।

Reno6 সিরিজ টি Android 11 এর উপর নির্ভর করে নির্মিত হয়েছে। এছাড়াও Dual Sim, 5G, 4G, 2.4/5GHz WiFi, Bluetooth 5.2, GPS/GLONASS, In-Display Fingerprint Sensor এর মত সুবিধা পেয়ে যাবেন।

কবে আসবে ভারতে?

ভারতের বাজারে কবে আসতে চলেছে এ স্মার্টফোনটি সে সম্বন্ধে এখনো সংস্থার তরফ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে Launch Date হতে পারে 22nd July 2021 তারিখ।

দাম কত হতে চলেছে?

স্মার্টফোনের দামের ব্যাপারে বলতে গেলে অনুমান করা হচ্ছে ভারতীয় মুদ্রায় 8GB RAM এবং 128GB Storage সম্পন্ন এই স্মার্টফোনটির দাম হতে পারে 39,890 টাকা।