Realme GT-র গ্লোবাল লঞ্চ আজই, কিভাবে দেখবেন? কি কি প্রোডাক্টস লঞ্চ হবে?

realme gt global launch event today here is how you should watch it

আজই হতে চলেছে বহু প্রতীক্ষিত Realme GT-র গ্লোবাল লঞ্চ ইভেন্ট। ইতিমধ্যে এই ইভেন্ট নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই মাধব সেঠ টিস করে যাচ্ছেন বেশ কয়েকটি প্রোডাক্ট। এই ইভেন্টেই লঞ্চ হতে চলেছে রিয়েলমির বহুপ্রতীক্ষিত ল্যাপটপ এবং ট্যাব। তার নাম মনে করা হচ্ছে হতে  চলেছে যথাক্রমে Realme Book (Realme Book) এবং Realme Pad (Realme Pad)

চলুন দেখে নেওয়া যাক এই Realme GT-র স্পেসিফিকেশনস

Realme GT স্মার্টফোনের মধ্যে আপনি পাবেন 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 120Hz এর। তারি সাথে থাকছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। পেয়ে যাবেন Qualcomm Snapdragon 888 প্রসেসর। 

ব্যাটারি হিসাবে এই স্মার্টফোনে থাকছে 4500Ah এর ব্যাটারি। আর থাকছে 65Wএর ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরার কথা বলতে গেলে Realme GT স্মার্টফোনে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাংগেল লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স থাকছে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16MP সেলফি ক্যামেরা।

জেনেনিন : কিভাবে আপনার Facebook Profile Lock করবেন? জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

রিলমি স্মার্টফোন সম্পর্কে এত কিছু জানতে পারলেও এখনো পর্যন্ত আমরা রিয়েলমি ল্যাপটপের স্পেসিফিকেশন জানতে পারিনি। তবে এই ল্যাপটপ ম্যাকবুকের মতোই। যা দেখেই বোঝা রীতিমতো ম্যাকবুক ইন্সপায়ারড ডিজাইনের ল্যাপটপের হতে চলেছে এটি। তারই সাথে আসছে রিয়েলমি ট্যাব। যার এখনো পর্যন্ত কোন ঝলক দেখা যায়নি। 

কখন শুরু হবে ইভেন্ট? কিভাবে দেখবেন?

এই ইভেন্ট শুরু হচ্ছে আজ অর্থাৎ জুন মাসের 15 তারিখে বিকাল 5:30 থেকে। লাইভ স্ট্রিমিং হবে রিয়েলমির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। নিচের ভিডিওতে ক্লিক করে আপনি নোটিফিকেশন অন করে রাখতে পারবেন। 

Realme GT Global Launch Event

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।