রিয়েলমির এক স্মার্টফোনেরই রি-ব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে OnePlus Nord 2, উঠে আসছে এমনই তথ্য

oneplus nord 2 is going to be a rebranded version of an upcoming realme smartphone
প্রতীকী ছবি

সম্প্রতি ভারতে লঞ্চ হয়ে গেছে OnePlus Nord CE 5G স্মার্টফোনটি। এখনও হয়নি এর ফার্স্ট সেল। ইতিমধ্যেই আর এক আপকামিং ওয়ানপ্লাস স্মার্টফোন নিয়ে এক্সাইটেড হয়ে রয়েছে আছে সকলে। আর এটি অন্য কোন স্মার্টফোন নয়, OnePlus Nord 2

রিয়েলমির এক স্মার্টফোনেরই রি-ব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে OnePlus Nord 2

OnePlus Nord 2, এই স্মার্টফোন থেকেই উঠে আসছে এই চমকপ্রদ তথ্য। OnePlus Nord 2 হতে চলেছে রিয়েলমির এক স্মার্টফোনের রিব্রান্ডেড ভার্শন। এই বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করেন চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-র একজন ইউজার। Weibo-তে তার নাম Arsenal। 

তিনি প্রথমে জানান OnePlus Nord 2 হতে চলেছে রিয়েলমির এক আপকামিং স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন (Rebranded Version)। আর এই স্মার্টফোন রিয়েলমির অন্য কোন স্মার্টফোন নয়। সেটা হতে চলেছে Realme X9 Pro। 

তিনি আরও জানান রিয়েলমি তাদের Realme X9 Pro স্মার্টফোনটি দুটো এডিশন রিলিজ করতে চলেছে। একটা Qualcomm Snapdragon 870 এডিশন ও আরেকটি MediaTek Dimensity 1200 এডিসন। তার তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে Qualcomm Snapdragon 870 এডিসনটি Realme তাদের নামেই চিনে বিক্রি করবে। আর অপরদিকে MediaTek Dimensity 1200 এর সাথে রিলিজ হওয়া স্মার্টফোনটি যাবে গ্লোবাল মার্কেটে। যেটি পরবর্তীকালে হয়ে যাবে OnePlus Nord 2।

জেনেনিন : Mi 11 Lite এর সাথে আসছে Mi Watch Revolve Active, জেনেনিন এর ফিচার্স

এখনো পর্যন্ত Realme X9 Pro স্মার্টফোনের বেশকিছু স্পেসিফিকেশনস বেরিয়ে এসেছে। মনে করা হচ্ছে এই স্মার্টফোনটির থাকতে পারে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট হবে 90Hz এর। তারই সাথে থাকতে পারে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। 

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে স্মার্টফোনের। যার প্রাইমারি সেন্সর 50MP, তার সাথে থাকছে  16MP ও 2MP-র ক্যামেরা। সেলফির জন্য পাওয়া যেতে পারে 32 মেগাপিক্সেল ক্যামেরার। ব্যাটারি কথা বলতে গেলে এই স্মার্টফোনে থাকতে পারে 4,500mAh এর ব্যাটারি। আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য 65W এর চার্জিং সাপোর্ট থাকবে।  

তবে এই বিষয়ে অনেকে হতবাক হলেও এর প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভাল। ওয়ানপ্লাস (OnePlus) এবং রিয়েলমি (Realme) এই দুটোই BBK Electronics এর সাবসিডিয়ারি। তাই এমনটা হলেও অবাক হওয়ার কিছু নেই। যেহেতু এদের প্যারেন্ট কোম্পানি একই। এই ধরণের ঘটনা আমরা আগেও অনেকবার দেখেছি। তাই এবারও সেটা হলে অবাক হওয়ার কিছুই নেই।