স্মার্টফোন কেসের সঙ্গে ইনবিল্ট কিবোর্ড ! চমকের নাম Oppo !

Oppo ইঙ্গিত দিচ্ছে যে ভবিশ্যতে তারা নিয়ে আসতে পারে তাদের স্মার্ট ফোন কভারের সাথে ইনবিল্ট কিবোর্ড ! তাও আবার QWERTY কিবোর্ড।

কেমন হবে এই কীবোর্ড ?

LetsGoDigital এই রিপোর্ট অনুসারে, ওই চাইনিজ স্মার্টফোন মেকার কোম্পানি 2018 সালের শেষ থেকেই ওই কিবোর্ড বানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঠিক দেড় বছর পর 24 এপ্রিল Oppo প্যারেন্ট কোম্পানি জানিয়েছে যে তারা ওই কি-বোর্ডের কাজ প্রায় শেষ করে ফেলেছে।

17 পাতার এক বিবৃতিতে এবং সাতটি ছবির মাধ্যমে কিবোর্ড এর বৈশিষ্ট্য গুলি তারা প্রকাশ করেছে।

ওই কিবোর্ড এর ডিজাইন এবং ফিচার ওই কোম্পানির নিজস্ব।

আরও জানুন : ভারতের বাজারে এবার নতুন ওয়ারলেস ইয়ার বাডস লঞ্চ করতে চলেছে শাওমি ! জেনে নেওয়া যাক বিস্তারিত !

ওই ছবিগুলো দেখে যতটা বোঝা গেছে ওই কিবোর্ডটির ডিজাইন Oppo Reno 3 এর জন্য মূলত বানানো হয়েছে।

কিবোর্ডটি মূলত তাদের জন্য বানানো যারা ফিজিক্যাল কিবোর্ড নিয়ে অসুবিধায় পড়েন।

যারা আরও দ্রুত এবং ভালভাবে টাইপ করতে চান তাদের জন্য কিবোর্ডটি যথেষ্ট কাজে লাগবে।