শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OnePlus RT স্মার্টফোন, এক নজরে জেনে নিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু

সম্প্রতি Tipstar Mukul Sharma টুইটে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি Google সার্চে দেখা যাচ্ছে Amazon India প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে OnePlus RT স্মার্টফোন। অর্থাৎ অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। চলুন দেখে নেওয়া যাক স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট।

OnePlus RT সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.62-Inch OLED Display। একই সাথে পেয়ে যাবেন 120Hz Refresh Rate। এছাড়াও থাকছে HDR10+, 1300 Nits Peak Brightness এবং 600Hz Touch Sampling Rate। স্মার্টফোনটির মধ্যে Octa-Core Qualcomm Snapdragon 888 Processor দেখতে পাবো আমরা।

স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 12GB RAM এবং 256GB স্টোরেজ। একই সাথে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 50MP Sony IMX766 Lens, 16MP Wide-Angle Lens এবং 2MP Macro Camera। আরও পাবেন 16MP সেলফি ক্যামেরা। এরই পাশাপাশি ইনক্লুড থাকছে 65W ফাস্ট চার্জার বিশিষ্ট 4,500mAh অসাধারণ ব্যাটারি। 

জেনেনিন : আবার দৌরাত্ম্য Joker Malware-এর, এখুনি আনইনস্টল করেদিন এই Application গুলি

দাম কত হতে পারে?

স্মার্টফোনটির দাম কত হবে তা সংস্থার তরফ থেকে এখন অবধি প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফত অনুমান করা হচ্ছে স্মার্টফোনের দাম 38,000 টাকার কাছাকাছি হতে পারে। 

লঞ্চ Date কবে?

সম্ভাব্য ডিসেম্বর মাসেই লঞ্চ পেতে পারে স্মার্টফোনটি। ভারতের বাজারে স্মার্টফোনটি OnePlus 9 RT অথবা OnePlus RT নাম নিয়ে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে