আবার দৌরাত্ম্য Joker Malware-এর, এখুনি আনইনস্টল করেদিন এই Application গুলি

জোকার ম্যালওয়্যারের যেন গুগল প্লে স্টোর (Google Play Store)-এর সঙ্গ কোনো রকমেই ছাড়ছে না। এবার আবার চৌদ্দটি অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া গেল জোকার ম্যালওয়্যারের হদিস। এই অ্যাপ্লিকেশন গুলো ভালো অ্যাপ্লিকেশনের ছদ্মবেশে থেকে আদতে ডিভাইস এর সমস্ত তথ্য এবং এমনকি OTP, গুরুত্বপূর্ণ ছবি ভিডিও সমস্ত কিছু সরিয়ে নেবার ক্ষমতা রাখছিল। তাই অবশ্যই সচেতন হয়ে যান। 

কোন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া গেছে জোকার ম্যালওয়ার?

ক্যাসপারস্কি (Kaspersky)-র ম্যালওয়ার এনালিস্ট Tatyana Shiskova-র এক রিপোর্ট থেকে এই তথ্য উঠে এসেছে। তাতয়ানা সিস্কোভা জানিয়েছেন এই 14 টি ম্যালওয়্যার সম্পর্কে। এক নজরে দেখে নেওয়া যাক এই 14 টি অ্যাপ্লিকেশন কি কি। Tatyana যে রিপোর্ট পেশ করেছেন তার মধ্যে যে অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে বলা রয়েছে সেগুলো বহুল জনপ্রিয় গুগল প্লে স্টোর এর মধ্যে। তার মধ্যে যেমন VPN অ্যাপ্লিকেশন রয়েছে তেমনই পিডিএফ স্ক্যানার (PDF Scanner) রয়েছে। রয়েছে টিভি রিমোট (TV Remote Application)। তাই এক্ষুনি নিচে উল্লেখ করা অ্যাপ্লিকেশন গুল আনইন্সটল করে দিন। 

জেনেনিন : 23 টি অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া গেল ক্ষতিকারক PhoneSpy Malware, আপনার অজান্তেই লুকিয়ে আপনার ছবি-ভিডিও থেকে শুরু করে লোকেশন সমস্ত কিছুই একসেস করছে এরা, এইভাবে সাবধান হয়ে যায়

Super-Click VPN,Volume Boosting Hearing Aid, Battery Charging Animation Bubble Effects, Flashlight Flash Alert on Call, Easy PDF Scanner, Smart TV Remote, Halloween Coloring, Classic Emoji Keyboard, Volume Booster Louder Sound Equalizer, Super Hero-Effect, Battery Charging Animation Wallpaper, Dazzling Keyboard, EmojiOne Keyboard, Now QRCode Scan। 

এই Application গুলি আপনার স্মার্টফোনে ইনস্টল থাকলে এখুনি সচেতন হয়ে যান। অবশ্যই খবরটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আর তাদেরকেও সচেতন করে দিন। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।