23 টি অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া গেল ক্ষতিকারক PhoneSpy Malware, আপনার অজান্তেই লুকিয়ে আপনার ছবি-ভিডিও থেকে শুরু করে লোকেশন সমস্ত কিছুই একসেস করছে এরা, এইভাবে সাবধান হয়ে যায়

Beware of Malware ShresthoTech
Beware of this PhoneSpy Malware

বিভিন্ন ক্ষতিকারক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজারদের নানান তথ্য হাতিয়ে নেওয়া, তাদের সম্পর্কে real-time তথ্য কালেক্ট করে নেওয়া। এমনকি তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া বা পার্সোনাল ছবি বা ভিডিও সরিয়ে নেওয়ার খবর এখন আর নতুন নয়। Zimperium zLabs এর তথ্য অনুযায়ী এমনই তেইশটি ক্ষতিকারক অ্যাপ্লিকেশনের খোঁজ পাওয়া গেছে। যেগুলো সকলের অজান্তেই ইউজারদের মারাত্মক রকমের ক্ষতি করে আসছিল। 

23 টি অ্যাপ্লিকেশনের মধ্যে পাওয়া গেল ক্ষতিকারক PhoneSpy Malware

জানা গেছে এই অ্যাপ্লিকেশন গুলো সর্বাধিক ভাবে সক্রিয় ছিল USA এবং Korean মার্কেটে। সব থেকে ভালো খবর হল গুগল প্লে স্টোর এর মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলি উপলব্ধ নেই। গুগল প্লে স্টোর এর মধ্যে এই অ্যাপ্লিকেশন গুলো উপলব্ধ না থাকলেও জনপ্রিয়তায় এই অ্যাপ্লিকেশন গুলো কম যায় না। আর সেই জন্যই বহু ইউজার রয়েছেন এই অ্যাপ্লিকেশনের।

এমনকি সারা পৃথিবী জুড়ে কিছু ইউজার ছড়িয়ে রয়েছেন এই অ্যাপ্লিকেশনের। আর সেই জন্যই ভয় রয়েছে সকলেরই। আপনি যদি গুগল প্লে স্টোর এর বাইরের কোনো এপ্লিকেশন অর্থাৎ থার্ড পার্টি কোন এপ্লিকেশন ব্যবহার করে থাকেন, তাহলে সচেতন হয়ে যাওয়াটাই শ্রেয়। 

এই অ্যাপ্লিকেশনগুলো কি ক্ষতি সাধন করছে? 

এই অ্যাপ্লিকেশন গুলোর ক্ষতি সাধনের সক্ষমতা শুনলে আমাদের চোখ কপালে উঠে যেতে বাধ্য। আপনার অনুমতি ছাড়াই আপনার অলক্ষ্যে এই ম্যালওয়ার গুলো ফোন কল একসেস করতে পারে। পারে আপনার এসএমএস রিড করার পারমিশন পেয়ে যেতে। তার সাথে আপনার সঠিক লোকেশন রিয়েল-টাইমের জন্য আপলোড হচ্ছে তাদের কাছে সবসময়ই। যেটা মারাত্মক রকমের ভয়ের ব্যাপার।

তার সাথে আপনার ফটো ভিডিও যেকোনো সময় তাঁরা ডাউনলোড করে নিতে পারে আপনার স্মার্টফোন থেকে। এখানে আপনি ঘুনাক্ষরেও কোন কিছু বুঝতে পারবেন না। তারা পারবে মাইক্রোফোন অ্যাক্সেস করতে। এমনকি যে সমস্ত অডিও স্মার্টফোনে রেকর্ড করা হয়েছে সেগুলোও তারা সরিয়ে ফেলতে পারবে। পারবে স্মার্টফোনের IMEI নাম্বার অ্যাক্সেস করতে। 

জেনেনিন : সাবধান! এই ফেক মেসেজ নিয়ে নির্দেশিকা জারি করল ভারত সরকার, সচেতন না হলে বিপদ

বুঝতেই পারছেন আপনার ইন্টারনেট ব্যাংকিং, সোশ্যাল মিডিয়ার সমস্তকিছু সংকটাপন্ন হবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোন একটা আপনার স্মার্টফোনে ইন্সটল করা থাকে। 

কোন কোন এপ্লিকেশন রয়েছে এই ফোনস্পাই ম্যালওয়ার? 

দুঃখের বিষয় হল এখনো পর্যন্ত সঠিকভাবে লিস্ট প্রকাশ করা হয়নি এই অ্যাপ্লিকেশন গুলোর। কিন্তু তবুও সচেতন হতে হবে আমাদেরকে। আপনি যদি গুগল প্লে স্টোরের বাইরের কোন এপ্লিকেশন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইন্সটল করে ব্যবহার করে থাকেন তাহলে সচেতন হয়ে যান। 

App গুলির মধ্যে যেমন সাধারণ ফটো কালেকশন অ্যাপ্লিকেশন রয়েছে, তারই সাথে স্ট্রিমিং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফিটনেস অ্যাপ্লিকেশন। এমনকি যোগাসন সম্পর্কিতও অ্যাপ্লিকেশন রয়েছে। আদতে এগুলোকে সাধারণ অ্যাপ্লিকেশন বলে মনে হলেও এই ছদ্মবেশে এরা ক্ষতিসাধন করে চলেছে সকলের অজান্তেই। 

কি কি সতর্কতা অবলম্বন করবেন?

1। এই বিষয়ে বেশ কিছু সর্তকতা অবলম্বন করা প্রয়োজন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপেলের অ্যাপস্টোর ছাড়া অন্য কোন প্লাটফর্ম থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল না করাটাই শ্রেয়। 

2। অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর তাঁর কি কাজ এবং সেটি কোন কোন পারমিশন নিয়ে নিচ্ছে, সে বিষয়ে ভালোভাবে খেয়াল করুন। পারমিশন গুলো না দেখেই এলাও করে দেবেন না। 

3। খুব প্রয়োজন এবং খুব বিশ্বস্ত নাহলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল না করাটাই ভালো। ইন্সটল করার প্রয়োজন হলেও প্রয়োজন মিটে গেলে আনইন্সটল করে দিতে পারেন। 

4। আপনার ফোনে পাঠানো মেসেজের সন্দেহজনক কোন লিংকে ক্লিক করবেন না। সবসময় 

সচেতন থাকুন। App এর মধ্যে কোন কিছু সন্দেহজনক মনে হলে তৎক্ষণাৎ অ্যাপ্লিকেশন টিকে আনইন্সটল করে দিন। মনে রাখবেন সাবধানতার মার নেই। অবশ্যই খবরটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আর তাদেরকেও সচেতন করে দিন।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।