State Bank of India-র কাস্টমার হলে এই বিষয়ে সতর্ক হয়ে যান, নয়তো বিপাকে পড়তে পারেন

state bank of india customers do this right now

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টমার হয়ে থাকেন তাহলে তাদের পক্ষ থেকে অতি সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে আধার কার্ডের সাথে প্যান (PAN) কার্ড লিঙ্ক করিয়ে নিতে। আপনি যদি এখনও পর্যন্ত আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক না করে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি সে কাজটি করে নিন।

State Bank of India-র কাস্টমার হলে এই বিষয়ে সতর্ক হয়ে যান

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হচ্ছে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না থাকলে প্যান কার্ডকে ইনএপ্রোপ্রিয়েট অথবা ইনএকটিভ বলে গণ্য করা হবে। পরবর্তীকালে বিশেষ কিছু ট্রানজাকশনের ক্ষেত্রে আপনাকে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনি যদি এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি এর সময়সীমা ভারত সরকার আবার বাড়িয়ে দিয়েছে। নির্ধারিত সময়সীমা করা হয়েছে 2022 সালের মার্চের 31 তারিখ।  

ভারত সরকারের পক্ষ থেকে অনেক আগেই প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছিল দেশের জনগণকে। এবং এই নিয়ে সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হল। তাই এখনই সচেতন হয়ে যান আপনি। আর এই ছোট্ট কাজটি করে নিন খুব সহজে। কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন জেনে নিন এখানে।

জেনেনিন : সাবধান! এই ফেক মেসেজ নিয়ে নির্দেশিকা জারি করল ভারত সরকার, সচেতন না হলে বিপদ

আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য প্রথমেই ভিজিট করুন incometax.gov.in। তারপরে সেখানেই Link Aadhar অপশন থাকবে। সেই অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে আপনার কাছ থেকে আপনার প্যান সম্পর্কিত তথ্য এবং তার সাথে আধার নাম্বার, আপনার নাম, মোবাইল নাম্বার ইত্যাদি চেয়ে নেওয়া হবে।

সেই সমস্ত অপশনস গুলো সঠিকভাবে পূরণ করে দিন। আর তারপরে Link Aadhar অপশনে ক্লিক করুন। ব্যাস, এইটুকুই। খেয়াল রাখুন সেই পেজেই একটা মেসেজ দিয়ে দেখানো হবে আপনার আধারের সাথে PAN সফলভাবে লিঙ্ক করা হয়ে গেছে। এই সামান্য কাজটি করে নিলেই পরবর্তীকালে আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না। অবশ্যই খবরটিকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরকেও সচেতন করে দিন। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।