লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Moto G31 স্মার্টফোনের দাম, এক নজরে জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স সহ বিস্তারিত

বেশ কিছুদিন যাবৎ গ্লোবাল মার্কেটে Moto G31 স্মার্টফোনটির খুঁটিনাটি তথ্য ক্রমশ টিজ হয়ে চলেছে। সম্প্রতি শোনা যাচ্ছে ভারতের বাজারে খুব শীঘ্রই মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে Moto G31 স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই Tipster Yogesh স্মার্টফোনটির দাম ফাঁস করেছেন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Moto G31 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আমরা দেখতে পাবো FHD+ রেজুলিউশন যুক্ত 6.4-Inch AMOLED Panel। একই সঙ্গে রয়েছে 411ppi Pixel Density। স্মার্টফোনটি Octa-Core MediaTek Helio G85 Processor দ্বারা পরিচালিত হবে বলে জানতে পেরেছি আমরা। 

জেনেনিন : আপনার Facebook, Twitter, Instagram ইত্যাদির পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা খুব সহজেই বুঝে নিন এইভাবে! Google Chrome নিয়ে এল নতুন Password Checker

ডিভাইসটিতে রয়েছে Android v11 আপডেট। এরই পাশাপাশি পেয়ে যাবেন 50MP + 8MP + 2MP সেটআপ বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। এখানেই শেষ নয় রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 10W চার্জার। 

আরও পাবেন Dual SIM, GSM+GSM, Wi-Fi 802.11, a/ac/b/g/n, Bluetooth v5.0, USB Type-C Port, Water Resistant এবং 30fps Video Recording সহ প্রভৃতি সুবিধা। চলুন এবার স্মার্টফোনের দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।

Moto G31 দাম কত?

স্মার্টফোনের 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। তবে শোনা যাচ্ছে মডেলটি ভারতের বাজারে বিক্রি দাম হবে 13,499 টাকায়। ডিভাইসটি আরও উন্নত কোনো স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে কিনা তা আমরা লঞ্চের পরেই জানতে পারবো। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে