বিশ্বের তাবড় তাবড় স্মার্টফোন ব্র্যান্ড গুলিই শুধুমাত্র নয়, সমস্ত ব্র্যান্ড এখন সোশ্যাল মিডিয়াকে তাদের পাওয়ারফুল অস্ত্রে পরিণত করেছে। তাদের ফ্যানদের সাথে যোগাযোগ রাখা থেকে শুরু করে নিত্যনতুন তাদের প্রোডাক্ট নিয়ে পোস্ট, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আমাদের কাছে নিয়ে আসে। আর তা করতে গিয়ে গন্ডগোল পাকাতেও দেখেছি আমরা।
সেই জন্যই সোশ্যাল মিডিয়ার ওপর বাড়তি নজর দিতে হয় সমস্ত ব্র্যান্ড গুলোকেই। এবার ভারতে ওয়ানপ্লাস তাদের টুইটার হ্যান্ডেলে এক হতবাক করে দেওয়ার মত ভুল করে বসলো। ভুল করে তারা প্রমোট করে দিল স্যামসাংয়ের SPen কে। পরবর্তীকালে আবার ডিলিট করে দিতে বাধ্য হল সেই টুইটকে।
ঘটনার সূত্রপাত আজকেই। সকলকে হতবাক করে দিয়ে দেখা যায় ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আজকে পোস্ট করা হয়েছে “The enhanced #SPen is my weapon of choice.” অর্থাৎ স্যামসাংয়ের SPen কে প্রমোট করে করা হয়েছে এই পোস্টটি। এবং তারসাথে Galaxy Note 20 Ultra এর 7 সেকেন্ডের ভিডিও দেওয়া রয়েছে।
জানেন কি : আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে দিয়েছেন কিনা কিভাবে বুঝবেন? জেনিনে সিক্রেট টিপস গুলো
এই টুইট পাবলিশ হতেই হইচই পড়ে যায় চারিদিকে। খুব দ্রুত এই Tweet ওয়ানপ্লাস ইন্ডিয়া রিমুভ করে নিলেও ততক্ষনে যা হবার তা হয়েই গেছে। স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়ে শেয়ার হতে শুরু করে দেয় সোশ্যাল মিডিয়ায়।
পরবর্তীকালে ওয়ানপ্লাস এই বিষয়ে মজা করে স্যামসাং ইন্ডিয়া কে ট্যাগ করে করা এক টুইটে তারা জানায় “You’re welcome @SamsungMobile. If you wanna send an “accidental” tweet for the Nord 2, we’d be cool with it.” অর্থাৎ তারা Samsung-কে স্বাগতম জানিয়ে বলে এরকমই এক্সিডেন্টাল টুইট যদি তারা OnePlus Nord 2 সম্পর্কেও করে তাহলে তাদের কোনো সমস্যা নেই!
যদিও এখনো পর্যন্ত ওয়ানপ্লাস এই ঘটনার কোন কারণ দেয়নি। এবার আমাদের মনে প্রশ্ন উঠতেই পারে কেন ঘটলো এমন ব্যাপার। এই বিষয়ে সঠিক তথ্য পাওয়া না গেলেও মনে করা হচ্ছে ওয়ানপ্লাস ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এজেন্সিই গন্ডগোলটা পাকিয়ে ফেলেছে।
হয়তো তারাই আবার স্যামসাং ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ম্যানেজ করে। আর সেখানেই স্যামসাং এর প্রোডাক্ট সম্পর্কে পোস্ট করতে গিয়ে ভুল করে পোস্ট করে ফেলা হয় ওয়ানপ্লাস ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেলে। সবথেকে লজিক্যাল এক্সপ্লানেশন এটাই! দুটি স্মার্টফোন ব্রান্ডেরই ফলওয়ার্সরা রীতিমতো মজা পেয়েছেন এই ঘটনায়।