আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে দিয়েছেন কিনা কিভাবে বুঝবেন? জেনিনে সিক্রেট টিপস গুলো

WhatsApp ShresthoTech

হোয়াটসঅ্যাপ আমরা সকলেই ব্যবহার করি এবং হোয়াটসঅ্যাপের মধ্যে ব্লক (WhatsApp Block) করার ফিচারও রয়েছে। আমাদের প্রয়োজন যদি পরে আমরা যেকোন কাউকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রাখতে পারি। কিন্তু আপনাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে? সেটাই জানতে পারবেন আজকের আর্টিকেলে। 

কিভাবে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন?

বাইডিফল্ট সিকিউরিটির জন্য হোয়াটসঅ্যাপ আপনাকে জানায় না যদি কেউ আপনাকে ব্লক করে দেয়। তাই সে ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে কেউ আমাদের ব্লক করে দিয়েছেন কিনা। তাই কেউ আপনাকে ব্লক করেছে কিনা সেটা বোঝার জন্য প্রথমেই তার লাস্ট সিন চেক করুন।

যদি আপনি তার লাস্ট সিন দেখতে না পান অথবা তিনি অনলাইন(Online) রয়েছেন এরকম বেশ কিছুক্ষণের জন্য দেখতে না পান তাহলে খুব সম্ভবত তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন। তবে চিন্তিত হওয়ার কারণ নেই। হোয়াটসঅ্যাপে এই দুটো অপশন কেউ হাইড করে রাখা যায় খুব সহজেই। তাই পরের অপশন গুলোও অবশ্যই জেনে নিন। 

জানেন কি : ইনস্টাগ্রামে নিয়ে আসা হচ্ছে Exclusive Stories, পাওয়া যাবে এই বিশেষ সুবিধা

আপনি যদি সেই ব্যক্তির কোন প্রোফাইল পিকচার(Profile Picture) না দেখতে পান। এছাড়াও আপনি যদি তাকে মেসেজ করেন এবং সেই মেসেজ ডেলিভার না হয়। এমনকি বেশ কয়েকদিন ধরে সেই মেসেজ এর পাশে ডবল টিক না পরে থাকে। তাহলে বুঝতে হবে তিনি আপনাকে ব্লক করে দিয়েছেন। 

আপনি যদি তাকে হোয়াটসঅ্যাপে কল(WhatsApp Call) করেন। আর কল করাও যদি সম্ভব না হয়। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছেন। এই সমস্ত টিপস গুলো ফলো করলে আপনি নিশ্চিত ভাবে বুঝাতে পারবেন আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছেন কিনা। 

নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এক এপ্লিকেশন। এর মধ্যেও অনেক সিকিউরিটি ফিচারস রয়েছে। সেই গুরুত্বপূর্ণ সিকিউরিটি ফিচারস গুলো অবশ্যই মেনে চলুন আপনার অ্যাকাউন্ট কে হ্যাক থেকে বাঁচাতে। কেমন লাগলো এই টিপসগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।