স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টমার? সাবধান হয়ে যান, এইভাবে চাইনিজ হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করছে আপনার অ্যাকাউন্ট

Hack ShresthoTech

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank of India)-র একাউন্ট হোল্ডার হন তাহলে সাবধান হয়ে যান। চাইনিজ হ্যাকাররা অত্যধিক রকম ভাবে চেষ্টা করছে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়ার। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে ফিশিং স্ক্যাম এর মাধ্যমে চাইনিজ হ্যাকাররা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমারদের জালে ফেলার চেষ্টা করছে। কাস্টমারদের অনুরোধ করা হচ্ছে কেওয়াইসি(KYC)-এর ডিটেইলস ফিলাপ করতে।

এমনকি কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করলে আপনাকে পুরস্কার দেওয়াও হবে। এই বলে কাস্টমারদের এসএমএস করা হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে ইমেইল করাও হচ্ছে। দয়া করে এই ধরনের স্ক্যাম থেকে সচেতন থাকুন। আপনার কাছে যদি এই ধরণের ইমেইল বা মেসেজ আসে তাহলে সেই মেইলের লিংকে ক্লিক করলে পুরোপুরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের মতো একটি ওয়েবসাইটে নিয়ে চলে যাওয়া হবে আপনাকে।

সেখানে আপনার একাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড টাইপ করতে বলা হচ্ছে লগইন করার জন্য। আপনি যদি। এই ভুলটি করবেন না। যদি এটি  করে ফেলেন তাহলে, ইউজারনেম ও পাসওয়ার্ড দেওয়ার পরই আপনার স্মার্টফোনের চলে আসবে OTP। সমস্ত কিছু যদি আপনি সাবমিট করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা লোপাট করে নিতে পারে হ্যাকাররা নিমেষের মধ্যে। 

তাই অবশ্যই এই বিষয়ে সচেতন থাকুন। ব্যাংকিং সম্পর্কিত কোন কাজ করার সময় শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাটই ব্যবহার করুন। SBI-এর মতোই দেখতে কোনো ওয়েবসাইটে যদি আপনাকে নিয়ে যাওয়া হয় আর সেই ওয়েবসাইটে স্পেলিং মিস্টেক বা অন্য কোনো রকম সন্দেহ হলে অফিসিয়াল ওয়েবসাইটের সাথে সেই ওয়েবসাইটের ইউআরএল মিলিয়ে নিন। সচেতন থাকুন আর আপনার কষ্টার্জিত টাকা রক্ষা করুন।