Vi App থেকেও করা যাবে Covid-19 ভ্যাকসিন স্লট বুক, জেনেনিন কিভাবে

বর্তমানে কোভিড-90 পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সচেতন থাকা এবং অবশ্যই সময় মতো নিজেকে ভ্যাকসিন দিয়ে নেওয়া। আর এই পরিস্থিতিতে ভারতের বিখ্যাত টেক প্লাটফর্ম গুলো এগিয়ে এসেছে দেশের জনগণের মধ্যে ভ্যাকসিন খুব সহজে পৌঁছে দেওয়ার কাজে। 

আগেও আমরা দেখেছিলাম পেটিএম নিয়ে এসেছিল ভ্যাকসিন বুকিং এর পরিষেবা। আর এবার Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া নিয়ে চলে এলো তাদের অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ভ্যাকসিন বুকিং করার সুবিধা। আমরা জেনে নেব সেটাই। 

আপনি যদি একজন ভোডাফোন-আইডিয়া কাস্টমার হন এবং Vi অ্যাপ্লিকেশন টিকে ব্যবহার করেন। তাহলে সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ভ্যাকসিনেশন স্লট এভেলেবেল আছে কিনা সেটা দেখতে পারবেন। এমনকি নোটিফিকেশন অ্যালার্টও পাবেন যখন ফ্রি স্লট এভেলেবেল থাকবে।

আর তার সাথে কোভিড নাইনটিন ভ্যাকসিনেশনের জন্য এপোয়েটমেন্ট বুক করতেও পারবেন। এই কাজের জন্য একটি CoWIN প্ল্যাটফর্ম কে Vi App-এর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হল। জেনে নেওয়া যাক কিভাবে এই সুবিধাটা গ্রহণ করে ভ্যাকসিন বুক করবেন।

আপনি যদি একজন ভোডাফোন-আইডিয়া কাস্টমার হন এবং Vi অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। তাহলে এই সুবিধাটা আপনি সহজেই উপলব্ধ করতে পারবেন। আপনি যদি Vi অ্যাপ্লিকেশন না ব্যবহার করেন। তাহলে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশন ইন্সটল করে নিন। আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে নিন।

পরবর্তীকালে অ্যাপ্লিকেশনটিতে লগইন করে নিন। সেখানে গিয়ে আপনি Get Yourself Vaccinated অপশন পেয়ে যাবেন। তারপরই পাবেন তার মধ্যে Search for a Vaccination Slot এবং Set Notification Alert অপশন পাবেন। 

সেই অপশনে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনাকে সরাসরি সেখান থেকে CoWin পোর্টালের মধ্যে নিয়ে চলে যাওয়া হবে। আর যেখানে গিয়ে আপনি ভ্যাক্সিনেশন স্লট বুক বা স্লটের এভেলেবেলিটি চেক করতেও পারবেন। নিঃসন্দেহে খুব সুন্দর পদক্ষেপ এটি ভোডাফোন-আইডিয়ার তরফ থেকে।