আরোগ্য সেতু অ্যাপটি আগ্রাসীভাবে ভারতে তার ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে চলেছে।
মাত্র 41 দিনের মধ্যে প্রায় 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে এই অ্যাপ যা এক বিশ্ব রেকর্ড।
ভারতের প্রযুক্তিমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন যে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটির একটি ভার্সন এখন প্রায় 5 মিলিয়ন জিওফোনে ইনস্টল করা যাবে।
ভারত সরকারের আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি যে পরিমাণে সারা ফেলেছে তা খুবই সন্তোষজনক।
গত সপ্তাহে রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারত আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটির একটি সামঞ্জস্যপূর্ণ ভার্সন রোল করার পরিকল্পনা করছিল যা জিওফোনেও কাজ করবে।
এটিও প্রত্যাশা করা হচ্ছে যে একবার লকডাউনের সময়সীমা শেষ হলেই, আরোগ্য সেতু অ্যাপটির ব্যবহার ভারতীয়দের জন্য বাধ্যতামূলক করা।
তাই, জিও ফোনে আরোগ্য সেতু রোল আউট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কোভিড-19 ট্রাকিং এর ক্ষেত্রে এই অ্যাপটি খুবই ভালো কাজ দিচ্ছে যার ফলে এর ইউসার বেস দিন দিন বাড়ছে।
আরও জানুন : দৈনিক 3 GB ডেটা সহ কোয়াটারলি প্ল্যান নিয়ে এলো জিও, জেনে নিন বিস্তারিত !
যেহেতু সরকার আস্তে আস্তে বিধিনিষেধ প্রত্যাহার করছে, তাই প্রত্যাশা করা হচ্ছে যে বিমান ভ্রমণ ধীরে ধীরে আবার শুরু হবে।
ভারত সরকার এখন রেল ভ্রমণের ক্ষেত্রে আরোগ্য সেতু ব্যবহার যেমন বাধ্যতামূলক করেছে, আশা করা যায় বিমান ভ্রমণের ক্ষেত্রে সেই একই কাজ করবে।
Civil Aviation Ministry নির্দেশ দিলেই এটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে।
যদি আরোগ্য সেতু অ্যাপটি বাধ্যতামূলক করা হয়, তবে ভারত চীনের পরে দ্বিতীয় দেশ হয়ে উঠবে, যা কোনও অ্যাপকে ভ্রমণের জন্য বাধ্যতামূলক করে তুলবে।