ভোডাফোন-আইডিয়ার অভিনব উদ্যোগ, রিচার্জ হবে কন্ট্যাক্টলেস ভয়েস-বেসড !

সকল টেক, টেলিকম কোম্পানিগুলি সর্বদা চেষ্টা করে চলেছে কিভাবে তাদের কাস্টমারদের সোশ্যাল ডিস্ট্যাংসিং মানা যায়।

এর আগে উবের চালু করেছে উবের কানেক্ট যাতে ইউজাররা বাড়ি থেকে না বেরিয়ে কোনো জিনিস কোনো আত্মীয়কে ডেলিভার করতে পারে।

এবার,ভোডাফোন-আইডিয়া তাদের রিটেল স্টোরগুলিতে চালু করলো কন্ট্যাক্টলেস ভয়েস-ভিত্তিক রিচার্জ।

কেন এই পরিষেবা টি ?

গ্রীন ও অরেঞ্জ জোনে ভোডাফোন-আইডিয়া তাদের রিটেল স্টোরগুলিকে খুলতে শুরু করেছে, ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব প্রয়োজন।

এই কারনেই ভোডাফোন-আইডিয়ার এই অভিনব উদ্যোগ।

আপাতত এই পরিষেবাটি ভোডাফোন-আইডিয়ার সকল রিটেলার স্টোরে এবং মাল্টি ব্র্যান্ডেড স্টোরে উপলব্ধ।

কিভাবে ব্যবহার করবেন এই পরিষেবাটি ?

আপনি যখন ভোডাফোন-আইডিয়ার রিটেল স্টোরে রিচার্জ করতে যাবেন, রেটলার আপনাকে স্মার্ট কমেন্ট অ্যাপে আপনার নম্বরটি বলতে বলবে।

গুগোল ভয়েস রেকোগ্নিশন এর মাধ্যমে অ্যাপটি আপনার নম্বরটি ওখানে লিখে নেবে।

এর ফলে আপনার রিচার্জ হয়ে যাবে কন্টাক্টলেস।

তবে আপাতত এই অ্যাপটি কেবল হিন্দি এবং ইংরেজি ভাষা রেকোগ্নিশন করতে পারে, পরবর্তীকালে সকল ভাষা ইনক্লুড করা হবে।

তাদের প্রায় 300 মিলিয়ন সাবস্ক্রাইবারের সুবিধার্থেই এই পরিষেবা এনেছেকারণ এই লকডাউনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুবই জরুরি।

এর আগেও ভোডাফোন-আইডিয়া রিচার্জ সাথী এনেছিল যার মাধ্যমে আপনি অন্য কারো রিচার্জ করলে কমিশন পাবেন।