রিলায়েন্স জিও কিছুদিন আগেই ইউজারদের সুবিধার্থে বার্ষিক প্ল্যান 2,399 ও “ওয়ার্ক ফ্রম হোম” ভাউচার প্যাকস 251,151 ও 201 নিয়ে এসেছে।
“ওয়ার্ক ফ্রম হোম” এখন বেশকিছু দিন চলবে সেকথাই মাথায় রেখে জিও এবার নিয়ে এলো দৈনিক অধিক ডেটাসহ একটি প্ল্যান।
রিলায়েন্স জিওর এই নতুন ত্রৈমাসিক প্ল্যানে আপনি পাবেন দৈনিক 3GB ডেটা পাওয়া যাবে।
আর কি কি পাবেন এই জিও প্ল্যানে ?
₹999 এর এই প্রিপেড প্ল্যানে আপনি পেয়ে যাবেন 84 দিনের বৈধতার সাথে দৈনিক 3GB ডেটা,100 টি ফ্রী SMS, আনলিমিটেড অননেট কল।
এছাড়াও পাবেন জিও থেকে নন-জিও কল 3,000 মিনিটের আর জিও অ্যাপগুলিতে ফ্রি সাবস্ক্রিপশন।
এছাড়াও, আগে থেকে 349 টাকার একটি প্ল্যান উপলব্ধ আছে।
আরও জানুন : ভারতে একটি নতুন প্যাকেজ ডেলিভারি পরিষেবা চালু করলো উবের, নাম উবের কানেক্ট !
Rs 349 প্রিপেড প্ল্যানে আপনি পেয়ে যাবেন 28 দিনের বৈধতার সাথে দৈনিক 3GB ডেটা,100 টি ফ্রী SMS, আনলিমিটেড অননেট কল।
মাই জিও অ্যাপের মাধ্যমে আপনি নিজেই রিচার্জ করতে পারবেন বা রিটেলারের কাছে গিয়েও করতে পারেন।