Amazon Alexa দেবে Covid-19 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, পাওয়া যাবে ভ্যাকসিনেশন সেন্টারের খবরও, এসে গেল এই গুরুত্বপূর্ণ আপডেট

Amazon Alexa Covid 19 Vaccine Info

বর্তমান পরিস্থিতিতে Covid-19 থেকে বাঁচতে ভ্যাকসিন নেওয়া অত্যন্ত প্রয়োজন। আর এই ভ্যাকসিন দেওয়ার জন্য ভারত সরকারের CoWin পোর্টাল অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তার সাথে সাথে বেশ কিছু টেক কোম্পানি কেউ এই ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার পারমিশন দেওয়া হয়েছিল। এমনকি পেটিএম থেকেও করে যাচ্ছিল ভ্যাক্সিনেশন স্লট বুকিং।

এবার আপনি যদি অ্যামাজনের অ্যালেক্সা (Amazon Alexa) কে ব্যবহার করেন তাহলে সেখান থেকেও ভ্যাকসিনেশনের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে আপনাকে। গত এপ্রিল মাসেই USA তে লঞ্চ করে দেওয়া হয়েছিল এই আলেক্সার ফিচার। আর অবশেষে ভারতেও রোল আউট করে দেওয়া হল এই ফিচার। এবার থেকে আপনি আলেক্সা কে প্রশ্ন করে Covid-19 ভ্যাক্সিনেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। এমনকি আপনার নিকটবর্তী ভ্যাকসিন সেন্টার অথবা টেস্টিং সেন্টারের খোঁজও পেয়ে যাবেন আপনি তার কাছ থেকেই। 

অ্যামাজনের তরফ থেকে জানানো হচ্ছে এই তথ্যগুলো আলেক্সা প্রোভাইড করবে বিশ্বস্ত জায়গা থেকে নিয়েই। তাই তথ্যের ভুল হওয়ার কোন রকম চিন্তা করতে হবে না আপনাকে। ইনফরমেশন গুলো কালেক্ট করা হচ্ছে ভারত সরকারের কোউইন পোর্টাল থেকে, তার সাথে মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েবসাইট থেকে, সাথে থাকছে ম্যাপমাইইন্ডিয়া থেকেও গ্রহণ করা তথ্য। 

জেনেনিন : লঞ্চের আগেই নিশ্চিত হল Realme Book-এর স্পেসিফিকেশনস, জানা গেল ফিচার্স এবং সম্ভাব্য দামও, এক নজরে জেনেনিন সমস্ত কিছু

এবার আপনি যদি আলেক্সা কে জিজ্ঞাসা করেন আলেক্সা “Alexa where can I get a COVID-19 test?” সঙ্গে সঙ্গে আলেক্সা আপনাকে জানিয়ে দেবে আপনার নিকটবর্তী এলাকায় কোথায় কোথায় কোভিড 19 ভ্যাক্সিনেশন সেন্টার রয়েছে। এমনকি আপনার এলাকায় ভ্যাক্সিনেশন স্লট এভেলেবেল আছে কিনা সেটাও জানতে পারবেন আলেক্সা কে জিজ্ঞাসা করেই।

আর একটি ইন্টারেস্টিং ফিচার হল এর সাহায্যে আপনি চাইলে রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন। যখন ভ্যাক্সিনেশন স্লট এভেলেবেল হবে তখন আপনাকে রিমাইন্ডার দিয়ে জানিয়ে দেওয়া হবে। আপনি চাইলে কোভিড নাইনটিন প্রকল্পে দান করতে পারবেন। সে ক্ষেত্রে ‘Alexa Donate Now’ কমান্ড দিতে হবে আপনাকে। সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ইন App নোটিফিকেশন চলে আসবে। আর তার সাথে একটা এসএমএসও চলে আসবে। যেখানে ডোনেশনের লিংক দেওয়া থাকবে। 

নিঃসন্দেহে এটা দারুণ এক পদক্ষেপ অ্যামাজন এ্যালেক্সার পক্ষ থেকে। এর ফলে Covid-19 সম্পর্কে দেশের জনগণকে আরও সচেতন করা যাবে। তাই আপনিও যদি Amazon Alexa ব্যবহার করেন তাহলে অবশ্যই এই নতুন ফিচারটিকে ব্যবহার করুন।