অবশেষে হয়ে গেল বড় ঘোষণা, জানা গেল Ola Scooter লঞ্চের দিন, থাকছে দারুন চমক

Ola Electric Scooter ShresthoTech

Ola নিয়ে আসতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। আর এই ইলেকট্রিক স্কুটার নিয়ে বাজারে এখন সরগরম। ইতিমধ্যেই মাত্র 499 টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটার বুকিং করতে পারবেন আপনি। আর এই ইলেক্ট্রিক স্কুটার মধ্যে পেয়ে যাবেন দারুন সমস্ত ফিচারস। রয়েছে চমকে দেওয়ার মতো সুবিধাও।

এর আগেও আমরা এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে অবাক করা কিছু তথ্য আপনাদের জানিয়ে ছিলাম। এত সমস্ত কিছু জানা গেলেও কবে এই ইলেক্ট্রিক স্কুটার অফিশিয়ালি লঞ্চ করা হবে সে বিষয়ে সবার মনে প্রশ্ন ছিলই। আর অবশেষে Ola Co-Founder Bhavesh Agarwal টুইট করে জানিয়ে দিলেন এর লঞ্চ ডেট।

তার করা টুইট অনুযায়ী এই ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে 75 তম স্বাধীনতা দিবসের দিনেই। অর্থাৎ আগামী 15 ই আগস্ট। হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি। তিনি এটাও জানাতে ভোলেননি যে ইলেকট্রিক স্কুটার এর সমস্ত স্পেসিফিকেশনস এবং অ্যাভেলেবলিটি ডেটস ঘোষণা করা হবে সেই লঞ্চ ইভেন্টেই। 

জেনেনিন : মাত্র 50,000 টাকার নিচেই চলে এল Redmi ব্রান্ডের প্রথম Laptop- Redmibook Pro ও Redmibook E-Learning Edition, জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

প্রসঙ্গত উল্লেখ্য দশটি রঙে পাওয়া যাবে এই ওলার ইলেকট্রিক স্কুটার। আর ইতিমধ্যেই স্কুটার তৈরি করে শুরু হয়ে গেছে পৃথিবীর সবথেকে বড় ই-স্কুটার ফেসিলিটিতে। যেটা তামিলনাড়ুতে অবস্থিত। বলা হয়েছিল মাত্র 18 মিনিটে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যাবে এই স্কুটারে। আড়াই ঘণ্টাতেই হয়ে যাবে ফুল চার্জ। পাওয়া যাবে 90 কিলোমিটার পার আওয়ার গতি।

এই সমস্ত দারুন স্পেসিফিকেশন্স পাওয়া এই ইলেক্ট্রিক স্কুটারে। এখন শুধুমাত্র লঞ্চের অপেক্ষা। জানা যাচ্ছে প্রি-বুকিং স্টার্ট হওয়ার মাত্র 24 ঘণ্টার মধ্যেই 1 লাখের বেশি বুক হয়ে গেছে এই ইলেকট্রিক স্কুটার। যেটা রীতিমতোই ভালোভাবে বুঝিয়ে দেয় এই ইলেকট্রিক স্কুটার এর ডিমান্ড। এই বিষয়ে আপনি কি এক্সাইটেড? আপনিও কি ওলা স্কুটার বুক করেছেন?