কিছুদিন পরেই দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন হতে চলেছে। ঠিক তার আগেই গ্রাহকদের উদ্দেশ্যে অসাধারণ অফার নিয়ে হাজির হয়েছে Amazon প্ল্যাটফর্ম। আগামী আগস্ট মাসের 5 তারিখ থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon সাইটে শুরু হচ্ছে “Great Freedom Festival” সেল এবং চলবে 9 ই আগস্ট পর্যন্ত। বিভিন্ন প্রোডাক্ট এর উপর রয়েছে অবাক করা ডিসকাউন্ট। চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রোডাক্ট রয়েছে ছাড়।
Redmi Note 10S
এই স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 6.43 Inch FULL HD+ Super Amoled Display। একই সাথে পাবেন MediaTek Helio G95 Processor। এছাড়াও স্মার্টফোনের মধ্যে রয়েছে 64MP+8MP+2MP +2MP Quad Camera সেটআপ। এরই সাথে রয়েছে 5000 mAhব্যাটারি। এর 6GB RAM এবং 128GB Storage স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম18,999 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 15,999 টাকাতে। অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 3000 টাকা ছাড়।
Samsung Galaxy M32
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.4 inch যুক্ত FULL HD+Display। এছাড়াও পাবেন MediaTek Helio G80 Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 64MP+8MP+2MP+2MP সেটা আপ এ কোয়াড ক্যামেরা এবং 20 MP ফ্রন্ট ক্যামেরা। একই সাথে এটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি। এর 6GB+128GB দাম 18,999 কিন্তু বর্তমানে আপনি এটি সম্ভাব্য পেয়ে যাবেন 16,999 টাকায়।
Oppo F17
স্মার্টফোনটিতে থাকছে 6.44-inch Full HD+ AMOLED Display। এই স্মার্টফোনটিতে 16 MP Ai Ultra Wide কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এটিতে রয়েছে 33 W ফাস্ট চার্জিং যুক্ত 4015mAh এর অসাধারণ ব্যাটারি। একই সাথে এটির মধ্যে Qualcomm Snapdragon 662 Processor পেয়ে যাবেন। স্মার্টফোনটি Android 10.0 দ্বারা পরিচালিত। 6GB+128GB সম্পন্ন এই স্মার্টফোনটি আপনি নির্ধারিত মূল্যের পরিবর্তে 4000 টাকা ছাড়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 16,990 টাকা।
iPhone 12 Pro
এই স্মার্টফোনটিতে Processor হিসেবে থাকছে A14 Bionic Chip Next Generation Neural Engine Processor। একই সাথে স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 6.1 Inch Super Retina XDR Display। ক্যামেরা হিসাবে উপস্থিত থাকছে 12MP+12MP+12MP এবং সেলফি তোলার জন্য থাকছে 12MP Camera। 128 GB ROM যুক্ত এই স্মার্টফোনের দাম 1,19,900 টাকা কিন্তু বর্তমানে আপনি এটি সম্ভাব্য পাবেন 1,13,905 টাকায়।
এখানেই শেষ নয় আরও পাবেন Amazon Fashion উপর পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও বিভিন্ন স্মার্টওয়াচ কিনে নিতে পারবেন 80% ছাড়ে। একই সাথে Daily Essential, Toys, Gaming প্রোডাক্ট এর উপর পেয়ে যাবেন পুরো 60% ডিসকাউন্ট। একই সঙ্গে বিভিন্ন Electronic & Accessories ওপর পেয়ে যাবেন অসাধারণ ছাড়।
কোন কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে?
SBI ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে রয়েছে অতিরিক্ত ছাড়। SBI ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেকোনো কেনাকাটার ওপর গ্রাহকরা পাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এমন অসাধারন অফার মিস করবেন না।