ফ্লিপকার্টে আসতে চলেছে Big Saving Days সেল, বিভিন্ন প্রোডাক্ট কিনে নিতে পারবেন হিউজ ডিসকাউন্টে, জেনেনিন কোন কোন প্রোডাক্টে রয়েছে ছাড়

ফ্লিপকার্টে আসতে চলেছে Big Saving Days সেল। বিভিন্ন কেনাকাটায় পাবেন অসাধারণ ডিসকাউন্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রোডাক্টে রয়েছে ছাড়। 

কোন কোন প্রোডাক্টে রয়েছে ছাড় ?

POCO M3

স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.53-inch FHD+Display। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 662G প্রসেসর। একই সাথে স্মার্টফোনটির মধ্যে রয়েছে 48MP+2MP+2MP সেটআপে কোয়াড ক্যামেরা। এছাড়াও পাবেন 8MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 6000mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। POCO M3 স্মার্টফোনটি 6GB+64GB দাম 12,999 টাকা কিন্তু বর্তমানে আপনি 11% ডিস্কাউন্টে এটি Flipkart-এ পেয়ে যাবেন 11,499 টাকায়।

Samsung Galaxy F62

এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.7 inch যুক্ত FHD+Display। এরই সাথে পাবেন Exynos 9825 Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 64MP+12MP+5MP+5MP সেটাআপ Quad ক্যামেরা এবং 32 MP ফ্রন্ট ক্যামেরা। একই সাথে এটিতে রয়েছে 7000 mAh ব্যাটারি। এর 6GB+128GB দাম 29,999 কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 23,999 টাকায় অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 20% ডিসকাউন্ট।

Realme C20

এই স্মার্টফোনটিতে থাকছে 6.5-inch FHD+Display। একই সঙ্গে রয়েছে MediaTek Helio G35 Processor। স্মার্টফোনটির মধ্যে উপস্থিত রয়েছে 8MP প্রাইমারি ক্যামেরা এবং 5 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 5000mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। বর্তমানে 2GB+32GB এই স্মার্টফোনটি নির্ধারিত মূল্যের পরিবর্তে পেয়ে যাবেন 12% ডিস্কাউন্টে। এটি Flipkart এ পেয়ে যাবেন 6,999 টাকায়।

জেনেনিন : আপনার স্মার্টফোন হ্যাক হওয়া থেকে রক্ষা করুন, এই সহজ কাজটি করে হ্যাকারদের মুখে ঝামা ঘষে দিন!

Oppo A12

এই স্মার্টফোনটিতে থাকছে 6.22-inch HD+Display। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio P35 প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে 13MP+2MP Dual ক্যামেরা সেটআপ। একই সাথে পাবেন 5 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4230mAh এর অসাধারণ ব্যাটারি। 4GB+64GB ভেরিয়েন্ট এর দাম 11,990 কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 9,990 অর্থাৎ পাচ্ছেন পুরো 16% ছাড়। 

Apple iPhone 11

Apple এর এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.1 ইঞ্চি যুক্ত Liquid Retina HD Display। এটিতে রয়েছে A13 Bionic Chip।  একই সাথে এটিতে আপনি পেয়ে যাবেন 12MP+12MP সেটআপ Back ক্যামেরা এবং 12 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 64GB ROM। এটির দাম 54,900 টাকা কিন্তু বর্তমানে এটি আপনি 4% ছাড় এ পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 51,999 টাকা। এছাড়াও Apple বিভিন্ন প্রোডাক্ট এর উপর পাবেন হিউজ ডিসকাউন্ট।

এখানেই শেষ নয় আরও পাবেন Electronic & Accocerises এবং Furniture & Mattress এর ওপর পাবেন 80% অবধি ছাড়। একই সাথে TV & Appliances ওপর পেয়ে যাবেন 75 শতাংশ পর্যন্ত ছাড়। এরই সাথে সেল চলাকালীন আপনি Fashion Capital উপর রয়েছে 50 থেকে 80 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। Beauty, Food, Toys,  Home & Kitchen সামগ্রী কিনে নিতে পারবেন মাত্র 99 টাকার মধ্যে।

জেনেনিন : সাবধান! আপনার স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারে ঘনিয়ে এসেছে বিপদ, ঘোষণা করল ভারত সরকার, জেনেনিন বাঁচার উপায়

কোন কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে?

Axis Bank এবং ICICI Bank গ্রাহকদের ক্ষেত্রে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডে রয়েছে অতিরিক্ত ছাড়। যেকোনো কেনাকাটার ওপর গ্রাহকরা পাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পাবেন 5% ছাড়। 

আগামী আগস্ট মাসের 6 তারিখ থেকে এই সেল শুরু হচ্ছে এবং চলবে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত। এমন অসাধারণ অফার উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।