ফ্লিপকার্টে আসতে চলেছে Big Saving Days সেল। বিভিন্ন কেনাকাটায় পাবেন অসাধারণ ডিসকাউন্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রোডাক্টে রয়েছে ছাড়।
কোন কোন প্রোডাক্টে রয়েছে ছাড় ?
POCO M3
স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.53-inch FHD+Display। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 662G প্রসেসর। একই সাথে স্মার্টফোনটির মধ্যে রয়েছে 48MP+2MP+2MP সেটআপে কোয়াড ক্যামেরা। এছাড়াও পাবেন 8MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 6000mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। POCO M3 স্মার্টফোনটি 6GB+64GB দাম 12,999 টাকা কিন্তু বর্তমানে আপনি 11% ডিস্কাউন্টে এটি Flipkart-এ পেয়ে যাবেন 11,499 টাকায়।
Samsung Galaxy F62
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.7 inch যুক্ত FHD+Display। এরই সাথে পাবেন Exynos 9825 Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 64MP+12MP+5MP+5MP সেটাআপ Quad ক্যামেরা এবং 32 MP ফ্রন্ট ক্যামেরা। একই সাথে এটিতে রয়েছে 7000 mAh ব্যাটারি। এর 6GB+128GB দাম 29,999 কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 23,999 টাকায় অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 20% ডিসকাউন্ট।
Realme C20
এই স্মার্টফোনটিতে থাকছে 6.5-inch FHD+Display। একই সঙ্গে রয়েছে MediaTek Helio G35 Processor। স্মার্টফোনটির মধ্যে উপস্থিত রয়েছে 8MP প্রাইমারি ক্যামেরা এবং 5 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 5000mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। বর্তমানে 2GB+32GB এই স্মার্টফোনটি নির্ধারিত মূল্যের পরিবর্তে পেয়ে যাবেন 12% ডিস্কাউন্টে। এটি Flipkart এ পেয়ে যাবেন 6,999 টাকায়।
জেনেনিন : আপনার স্মার্টফোন হ্যাক হওয়া থেকে রক্ষা করুন, এই সহজ কাজটি করে হ্যাকারদের মুখে ঝামা ঘষে দিন!
Oppo A12
এই স্মার্টফোনটিতে থাকছে 6.22-inch HD+Display। স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio P35 প্রসেসর। স্মার্টফোনটিতে রয়েছে 13MP+2MP Dual ক্যামেরা সেটআপ। একই সাথে পাবেন 5 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 4230mAh এর অসাধারণ ব্যাটারি। 4GB+64GB ভেরিয়েন্ট এর দাম 11,990 কিন্তু বর্তমানে আপনি এটি পেয়ে যাবেন 9,990 অর্থাৎ পাচ্ছেন পুরো 16% ছাড়।
Apple iPhone 11
Apple এর এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.1 ইঞ্চি যুক্ত Liquid Retina HD Display। এটিতে রয়েছে A13 Bionic Chip। একই সাথে এটিতে আপনি পেয়ে যাবেন 12MP+12MP সেটআপ Back ক্যামেরা এবং 12 MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 64GB ROM। এটির দাম 54,900 টাকা কিন্তু বর্তমানে এটি আপনি 4% ছাড় এ পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে দিতে হবে 51,999 টাকা। এছাড়াও Apple বিভিন্ন প্রোডাক্ট এর উপর পাবেন হিউজ ডিসকাউন্ট।
এখানেই শেষ নয় আরও পাবেন Electronic & Accocerises এবং Furniture & Mattress এর ওপর পাবেন 80% অবধি ছাড়। একই সাথে TV & Appliances ওপর পেয়ে যাবেন 75 শতাংশ পর্যন্ত ছাড়। এরই সাথে সেল চলাকালীন আপনি Fashion Capital উপর রয়েছে 50 থেকে 80 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। Beauty, Food, Toys, Home & Kitchen সামগ্রী কিনে নিতে পারবেন মাত্র 99 টাকার মধ্যে।
কোন কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে?
Axis Bank এবং ICICI Bank গ্রাহকদের ক্ষেত্রে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডে রয়েছে অতিরিক্ত ছাড়। যেকোনো কেনাকাটার ওপর গ্রাহকরা পাবেন 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পাবেন 5% ছাড়।
আগামী আগস্ট মাসের 6 তারিখ থেকে এই সেল শুরু হচ্ছে এবং চলবে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত। এমন অসাধারণ অফার উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।