লঞ্চের আগেই নিশ্চিত হল Realme Book-এর স্পেসিফিকেশনস, জানা গেল ফিচার্স এবং সম্ভাব্য দামও, এক নজরে জেনেনিন সমস্ত কিছু

realme upcoming laptop and tab images leaked online
Realme Book

আমরা Realme Book কথা আগেই জেনেছিলাম। কেমন স্পেসিফিকেশন এর মধ্যে ইনক্লুড হবে তা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জেগেছিল। অবশেষে  আজই Realme Book এর যাবতীয় স্পেসিফিকেশনস জানতে পারা গেল। চলুন জেনে নেওয়া যাক কী জানতে পারছি আমরা। 

Realme Book স্পেসিফিকেশনস

Realme সংস্থার PR ম্যানেজার Prateek Chaudhary টুইটের মাধ্যমে এক ল্যাপটপের About সেকশন শেয়ার করেন। আর সেটা থেকেই কনফার্ম হয়ে যায় এই বহুপ্রতিক্ষিত Realme Book সম্পর্কে বিস্তারিত। ল্যাপটপের মধ্যে প্রসেসর হিসাবে ইনক্লুড রয়েছে 11th Generation Intel Core i5 Processor। একই সাথে Windows 10 Home Operating System উপস্থিত রয়েছে। এছাড়াও ল্যাপটপটি পরবর্তীকালে Windows 11 সমর্থন করবে বলে নিশ্চিত করা হয়েছ। 

এরই পাশাপাশি এটির মধ্যে রয়েছে FHD Screen Resolution যুক্ত 14-inch LCD Display। এরই সঙ্গে পাবেন LED Backlight Panel। জানা গেছে Multiple RAM+Storage কনফিগারেশনে আমরা এটি পেয়ে যাবো। এর Clocked স্পীড 2.4GHz। 

জেনেনিন : মাত্র 50,000 টাকার নিচেই চলে এল Redmi ব্রান্ডের প্রথম Laptop- Redmibook Pro ও Redmibook E-Learning Edition, জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

এখানেই শেষ নয় আরও পাবেন দুটি USB Type-C পোর্ট, একটি USB Type-A পোর্ট এবং 3.5mm Audio Jack। এছাড়াও সংস্থা রেখেছে আশ্চর্য চমক, এই ল্যাপটপের উপর আপনি একটি বাটন পেয়ে যাবেন। যেটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে বলে জানা গেছে। অর্থাৎ সিকিউরিটি ফিচারসের দিকে সংস্থা বিশেষ নজর রেখেছে।

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে এই ল্যাপটপের মূল্য সম্ভবত 40,000 টাকার নিচে হবে বলে জানা গেছে। Realme Book আমরা সম্ভাব্য Real Blue, Real Apricot এবং Real Grey কালার ভেরিয়েন্ট পেতে পারি। এছাড়াও Realme Book আমাদের দেশে Real Red কালার ভেরিয়েন্ট উপলব্ধ হবে বলে জানা গেছে। 

এই প্রোডাক্টটি আমাদের দেশে ঠিক কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি। তবে এই মাসের শেষের দিকেই সম্ভবত আমাদের দেশে Realme Book লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তাই আপনি যদি এই নতুন প্রোডাক্ট কিনতে আগ্রহী হন তাহলে আপনাকে করতে হবে কিছু সময় অপেক্ষা। Realme Book সম্বন্ধে আপনি কি ভাবছেন? তা জানাতে ভুলবেন না।