Nothing Ear 1 Black Colour Edition-এর প্রথম সেল শুরু হচ্ছে আজ থেকেই, জেনেনিন দাম, অফার্স, সেল টাইম ও স্পেসিফিকেশন্স বিস্তারিত ভাবে

Nothing-Ear-1-Black-Edition

এই বছরের প্রথম দিকেই Nothing-এর Ear 1 TWS লঞ্চ করে দেওয়া হয়েছিল পৃথিবী জুড়েই। গ্লোবালি এই প্রডাক্ট লঞ্চ করার পর ভারতের বাজারেও লঞ্চ হয়ে যেতে দেরি হয়নি এই প্রোডাক্ট। তারপরই এর ইউনিক ডিজাইন এবং দুর্দান্ত ফিচারের জন্য নজর কেড়েছিল সকলেরই। মাত্র কয়েকদিন আগেই Nothing Ear 1-এর আর এক নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে তারা। আর আজ থেকেই শুরু হচ্ছে Ear 1-এর এই নতুন ব্ল্যাক কালারের প্রথম সেল। চলুন জেনে নেওয়া যাক এই প্রোডাক্টটি সমস্ত কিছু তথ্য বিস্তারিত ভাবে। 

কবে থেকে শুরু হচ্ছে সেল? দাম কত এবং কি অফার রয়েছে? 

Nothing-এর Ear 1 নতুন ব্ল্যাক কালার এডিসনের প্রথম সেল শুরু হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ, অর্থাৎ আজই। কিনতে পাওয়া যাবে দুপুর 12 টা থেকে ফ্লিপকার্ট ইকমার্স ওয়েবসাইটের মাধ্যমে। এর দাম রাখা হয়েছে 6,999 টাকা। তবে সাথে ডিসকাউন্ট অফারও রয়েছে। সিলেক্টেড কিছু ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 500 টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট রেখেছে নাথিং।

জেনেনিন : WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages-এর সুবিধা, সাথে থাকছে Multiple Durations, বিস্তারিত জানালেন স্বয়ং মার্ক জুকার্বার্গ

অর্থাৎ তখন এর দাম কমে হয়ে দাঁড়াবে 6,499 টাকা। তার সাথে 6 মাসের গানা প্লাস সাবস্ক্রিপশন রয়েছে। যেটা একদমই বিনামূল্যে পাওয়া যাবে এই প্রোডাক্ট এর সাথে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এই প্রোডাক্ট কেনার সুবিধা থাকলেও আমাদের দেশে এই সুবিধা নিয়ে আসেনি নাথিং। চলুন এবার দেখে নেওয়া যাক এই Ear 1-এর সমস্ত ফিচার্স এবং স্পেসিফিকেশনস বিস্তারিতভাবে। 

Nothing Ear 1 স্পেসিফিকেশন্স

এর মধ্যে রয়েছে 11.6mm এর ডায়নামিক ড্রাইভারস, ব্লুটুথ 5.2-এর সাপোর্টও। পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এর সুবিধা। থাকছে ট্রান্সপারেন্সি মোড। রয়েছে ইউএসবি টাইপ সি এবং Qi Wireless Charging এর সুবিধাও। ইয়ার পিস গুলিকে ব্যাটারি কেসে লাগিয়ে দিয়ে চার্জ দেওয়াও যাবে। 

প্রত্যেক ইয়ারপিস ফুল চার্জে 5 থেকে 7 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম এবং চার্জিং কেস সমেত 34 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এমনকি USB Type-C ব্যবহার করে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। যেটা 10 মিনিটের চার্জে 8 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।