শীঘ্রই দাম বাড়তে চলেছে Realme C21Y স্মার্টফোনের, এক নজরে জেনেনিন নতুন দাম এবং স্পেসিফিকেশন্স বিস্তারিত ভাবে

Realme C25Y

এই বছরের জুলাই মাসেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে Realme C21Y স্মার্টফোন। সম্প্রতি লঞ্চের  কয়েক মাসের মধ্যেই স্মার্টফোনের দামে পরিবর্তন আনা হচ্ছে। Tipster Mukul Sharma জানিয়েছেন Oppo সংস্থা এই স্মার্টফোনের দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক নতুন দাম কত হতে চলেছে। একই সাথে দেখে নেবো দাম বাড়ার সাথে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স-এর কোনো পরিবর্তন হচ্ছে কিনা। 

নতুন দাম কত হতে চলেছে?

Realme C21Y-স্মার্টফোননের 3GB/32GB মডেলটির দাম ছিলো 8,999 টাকা। তবে সেই দাম বেড়ে হচ্ছে 9,999 টাকা। এছাড়াও 4GB/64GB ভেরিয়েন্টের দাম ছিলো 9,999 টাকা। তবে বর্তমানে সেই দাম পরিবর্তন হয়ে হচ্ছে 10,999 টাকা। আমরা দেখতে পাচ্ছি উভয় ভেরিয়েন্টের দাম 1,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এবার থেকে স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে আপনাকে দিতে হবে অতিরিক্ত মূল্য।

জেনেনিন : মাত্র 23,999 টাকাতে কিনে নিতে পারবেন OnePlus Nord CE 5G স্মার্টফোন, এই হিউজ ডিসকাউন্ট মিস করবেন না

Realme C21Y স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনটিতে থাকছে 6.5-Inch HD+ Waterdrop Notch Display। একই সাথে রয়েছে Octa-Core 12nm Processor। এরই পাশাপাশি পাওয়া যাবে 4GB RAM এবং 64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে 13MP Primary Camera, 2MP B&W Lens এবং 2MP Macro Lens বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সিস্টেম। তারই সঙ্গে ইনক্লুড থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে 5,000mAh ব্যাটারি এবং Rear-Mounted Fingerprint Scanner। 

নতুন দাম কবে থেকে কার্যকরী হবে?

স্মার্টফোনের দাম বৃদ্ধি পেলেও স্পেসিফিকেশন্স ক্ষেত্রে কোনরকম পার্থক্য থাকছে না। যদিও আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত অনলাইন শপিং সাইটগুলিতে আগের দামই দেখা যাচ্ছে। নতুন দাম কয়েক দিন পর থেকেই কার্যকরী হবে। তাই আপনি যদি এই স্মার্টফোনটি কেনার কথা ভেবে থাকেন তাহলে এখনই কিনেনিন। নাহলে পরবর্তীকালে আপনাকে দিতে হবে বেশি মূল্য।