সদ্য লঞ্চ হয়ে যাওয়া Infinix Note 11 এবং Infinix Note 11S স্মার্টফোনে রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স, এক নজরে দেখেনিন দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Infinix Note 11 সিরিজের দুটি অসাধারণ স্মার্টফোন। যার প্রথম মডেলটি হলো Vanilla Note 11 এবং পরবর্তী মডেলটি হলো Infinix Note 11S স্মার্টফোন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Infinix Note 11 স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.7-Inch FHD+ AMOLED Display। একই সাথে থাকছে 92% Screen-To-Body Ratio, 100% DCI-P3 Colour Gamut, 750 Nits Brightness ফিচার্স। এছাড়াও স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Mali G52 GPU বিশিষ্ট MediaTek Helio G88 SoC। 

স্মার্টফোনটি Android 11 OS উপর নির্ভর করে পরিচালিত হবে। ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 50MP Primary Sensor, 2MP Depth Sensor এবং AI Lens যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। আরও থাকছে 16MP ক্যামেরায় সেলফি তোলার সুযোগ। এখানেই শেষ নয় রয়েছে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং এর সুবিধাও।

তারই সঙ্গে পাবেন USB Type-C পোর্ট, 4G, GPS, Dual-Band Wi-Fi, Bluetooth 5.1, 3.5mm Audio Jack এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটি 7.9mm পাতলা এবং ওজন রাখা হয়েছে 184 গ্রাম। চলুন এবার পরবর্তী স্মার্টফোনটির ব্যাপারে জেনে নেওয়া যাক।

Infinix Note 11S স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনে রয়েছে 6.95-Inch IPS LCD Display। একই সঙ্গে থাকছে 91% Screen To Body Ratio, 120Hz Refresh Rate এবং 180Hz Touch Sampling Rate সুবিধা। স্মার্টফোনটি MediaTek Helio G96 Chipset দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে। 

জেনেনিন : WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages-এর সুবিধা, সাথে থাকছে Multiple Durations, বিস্তারিত জানালেন স্বয়ং মার্ক জুকার্বার্গ

ক্যামেরা হিসাবে পাওয়া যাবে LED ফ্ল্যাশ যুক্ত 50MP Primary Sensor, 2MP Macro Lens এবং 2MP Depth Sensor। তারই সাথে পাবেন 16MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও থাকছে 5000mAh ব্যাটারি। একই সঙ্গে 33W ফাস্ট চার্জিং সুবিধা তো রয়েছেই। 

দাম কত রাখা হয়েছে?

Infinix Note 11 স্মার্টফোনটির 4GB + 64GB মডেলের দাম রাখা হয়েছে 11,999 টাকা। অন্যদিকে Infinix Note 11S স্মার্টফোনের 6GB + 64GB ভেরিয়েন্টের জন্য খরচ করতে হবে 12,999 টাকা। এছাড়াও 8GB + 128GB মডেলটি কিনে নিতে পারবেন 14,999 টাকায়।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

Infinix Note 11 স্মার্টফোনটি Graphite Black, Glacier Green এবং Celestial Snow এই তিনটে কালার অপশনে উপলব্ধ রয়েছে। একই সাথে Infinix Note 11S স্মার্টফোনটি Symphony Cyan, Mithril Grey এবং Haze Green কালারে দেখা গেছে।

সেল Date কবে?

Infinix Note 11 মডেলটির প্রথম সেল শুরু হবে ডিসেম্বর মাসেরই 23 তারিখ থেকে। এছাড়াও Infinix Note 11S স্মার্টফোনের সেল শুরু হচ্ছে 20 ই ডিসেম্বর থেকে। ভারতের বাজারে গ্রাহকরা উভয় স্মার্টফোন ফ্লিপকার্ট (Flipkart) সাইটের মাধ্যমে কিনে নিতে পারবেন।