শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme GT 2 সিরিজ, পাওয়া গেল এমনই চাঞ্চল্যকর তথ্য, এখনই জেনেনিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু

বেশ কিছুদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে Realme GT 2 সিরিজ নিয়ে একের পর এক টিজার দেখতে পেয়েছি আমরা। সম্প্রতি টিপস্টার Mukul Sharma কোম্পানির ভারতীয় ওয়েবসাইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শীঘ্রই ভারতের বাজারে লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে Vanilla Realme GT 2 এবং Realme GT 2 Pro উভয় স্মার্টফোন। 

Realme GT 2 Pro স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.8-Inch WQHD+ Display। একই সাথে রয়েছে 120Hz Refresh Rate। স্মার্টফোনটি Snapdragon 8 Gen 1 5G Processor উপর নির্ভর করে তৈরি হয়েছে। এছাড়াও Android 12-Based Realme UI 3.0 আপডেট স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে।

এরই পাশাপাশি পাওয়া যাবে 50MP + 50MP + 8MP বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সেটআপ। তারই সাথে রয়েছে 32MP অসাধারণ সেলফি ক্যামেরা। ব্যাটারি স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই স্মার্টফোনের মধ্যে থাকছে 5,000mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং সুবিধা।

জেনেনিন : WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages-এর সুবিধা, সাথে থাকছে Multiple Durations, বিস্তারিত জানালেন স্বয়ং মার্ক জুকার্বার্গ

লঞ্চ Date কবে?

ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে লঞ্চ ডেট কনফর্ম ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে “Realme GT 2 Series Special Event”- আগামী ডিসেম্বর মাসের 20 তারিখ অনুষ্ঠিত হবে। সেই দিনই অফিশিয়ালি লঞ্চ হবে এই স্মার্টফোন। তবে গ্রাহকরা কবে থেকে স্মার্টফোনটি উপভোগ করতে পারবে তা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি।

আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত Realme GT 2 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন্স জানা গেলেও Vanilla Realme GT মডেলটির ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। লঞ্চের পরেই স্মার্টফোনের সঠিক দাম জানা সম্ভব হবে। নতুন এই Realme GT 2 সিরিজ সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।