নোকিয়া 6.3 এর স্পেসিফিকেশন লিক হলো ! কি কি নতুন ফিচার থাকছে দেখে নিন !

এইচএমডি গ্লোবাল গত সেপ্টেম্বরে স্ন্যাপড্রাগন 636 SoC প্রসেসরসহ নোকিয়া 6.2 লঞ্চ করেছিল।

এবার লঞ্চ করতে চলেছে নোকিয়া 6.3।

কি কি থাকছে এই ফোনে ?

খুব অল্প তথ্য পাওয়া গেছে এই ফোনটি সম্বন্ধে।

এবার এক রিপোর্টে জানা গেল নোকিয়া 6.3 তে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 670 বা স্ন্যাপড্রাগন 675 SoC।

ZEISS ব্রান্ডিং(Zeiss-branded)সহ কোয়াড-ক্যামেরা সেট-আপ থাকবে ব্যাকে।

এতে থাকবে ওয়াটারড্রপ নচসহ থাকবে পিওরডিসপ্লে। ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আরও জানুন : অবশেষে লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই স্মার্ট ফোন ! জেনে নিন বিস্তারিত !

নোকিয়া 6.3 এর 3 GB RAM আর 64GB স্টোরেজ ভারিয়েন্টটির দাম হবে EUR 249 অর্থাৎ মোটামুটি 20,400 টাকা।

চলতি বছরের Q3 তেই লঞ্চ হবে এই ফোন।

আরো বিস্তারিত জানা গেলে আপনাদের জানানো হবে।