হ্যাক হয়ে গেল আনঅ্যাকাডেমির ডাটাবেস ! বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে !

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সুরক্ষা সংস্থা সাইবলের মতে,ভারতীয় লার্নিং প্লাটফর্ম আনঅ্যাকাডেমির 22 মিলিয়ন ইউজারের ডেটাবেস বিক্রি হচ্ছে ডার্কওয়েবে।

ডেটাবেসের মধ্যে ব্যবহারকারীর নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড, সাইন আপের তারিখ, শেষ লগইনের তারিখ, প্রোফাইলের সমগ্ৰ তথ্য এবং অ্যাকাউন্টের স্ট্যাটাস (অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা) রয়েছে।

সম্প্রতি 3 রা মে হিসাবে বিক্রয়ের জন্য দাম ধার্য হয়েছিল 2000 ইউএস ডলার।

তবে আনঅ্যাকাডেমি দাবি করেছে যে তারা 11 মিলিয়ন ইউজারের ডেটাবেস লিক হতে দেয়নি এবং ফিনান্সিয়াল স্ট্যাটাস, লোকেশন, পাসওয়ার্ড লিক হয়নি।

আরও জানুন : আবার শেয়ার বিক্রি করতে চলেছে জিও ! কিনবে ইউএস বেসড এক কোম্পানি !

আনঅ্যাকাডেমি আরো জানায় যে ব্যবহারকারীর ডেটা প্রাইভেসি এবং গোপনীয়তা সুরক্ষা করা তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোনও ব্যক্তিগত তথ্য যাতে লিক না হয় তার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছে।

তারা একটি ওটিপি ভিত্তিক লগইন সিস্টেমটিও অনুসরণ করে যা তাদের ব্যবহারকারীদের সুরক্ষার অতিরিক্ত লেয়ার সরবরাহ করে।

সাইবেল বলেছে, ইউজাররা যেন তাদের পাসওয়ার্ড যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে নেয় যাতে অন্য কোনো তথ্য আর লিক হয়।